ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝামেলায় ফেসবুক

প্রকাশিত: ০৬:০৩, ২০ মার্চ ২০১৮

ঝামেলায় ফেসবুক

ব্যবহারকারীদের ডেটা নিয়ে অপব্যবহারের অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। সম্প্রতি কেমব্রিজ এ্যানালিটিকা নামের এক প্রতিষ্ঠানকে নিজেদের প্লাটফর্ম থেকে সরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প-এর অনলাইন প্রচারণা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ডেটা বিশ্লেষণ প্রতিষ্ঠানটি। শুক্রবার ফেইসবুকের পক্ষ থেকে ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর বিভিন্ন পত্রিকার খবরে দেখা যায়, কেমব্রিজ এ্যানালিটিকাকে ফেইসবুকের ডেটা এ্যাকসেস করতে দেয়া হয়েছিল; আর তারা হয়তো পরবর্তীতে এই ডেটা মুছেনি। খবর প্রকাশের পর শনিবার মার্কিন কংগ্রেস থেকে ডাক পায় ফেসবুক। ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটিকে। ২০১৬ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ও পরে ফেইসবুকের বিভিন্ন টুল ব্যবহার করে মার্কিন ভোটারদের রাশিয়া প্রভাবিত করেছিল বলে ইতোমধ্যে অভিযোগ রয়েছে। আবার নতুন এই খবরের পর শুরু হওয়া নজরদারি প্রতিষ্ঠানটির মর্যাদার জন্য বাড়তি হুমকি যোগ করবে। যুক্তরাষ্ট্রের এক ডেমোক্রেটিক সিনেটর এমি ক্লোবুচার বলেন, এটি স্পষ্ট যে এই প্লাটফর্মগুলো নিজেরা নিজেদের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না। ২.৭ লাখের মতো ব্যবহারকারী তাদের ডেটা একজন গবেষকের ব্যবহারের জন্য অনুমতি দিয়েছিলেন। ২০১৫ সাল পর্যন্ত ফেসবুক ওই গবেষককে অনুমতি দেয়া ব্যবহারকারীদের সঙ্গে তাদের বন্ধুদের ডেটা নেয়ারও সুযোগ দেয়। ওই গবেষক ফেসবুকের নীতিমালার বাইরে গিয়ে এই ডেটা কেমব্রিজ এ্যানালিটিকার কাছে বিক্রি করে দেন। -নিউজ ইয়াহু
×