ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে জাল রুপী পাচার চক্রের ৪ জনকে আটক করেছে ডিবি

প্রকাশিত: ০৬:০২, ২০ মার্চ ২০১৮

ভারতে জাল রুপী পাচার চক্রের ৪ জনকে আটক করেছে ডিবি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে তৈরি এক লাখ ভারতীয় জাল রুপী বিক্রি করলেই লাভ দশ হাজার টাকা। ভারতীয় সিন্ডিকেটই চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশী জাল টাকা কারবারিদের মাধ্যমে এসব জাল রুপী ভারতে পাচার করছে। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন এসব কথা জানান। তিনি জানান, বাংলাদেশে তৈরি জাল ভারতীয় রুপীর ভারতের প্রত্যন্ত অঞ্চলে প্রচুর চাহিদা। সেখানে জাল রুপী কারবারিরা সুকৌশলে আসল রুপীর সঙ্গে জাল রুপী চালিয়ে দিচ্ছে। যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার ঢাকা গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি টিম। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ হুমায়ুন কবির, সাইফুল ইসলাম, স্বপন দত্ত এবং সাইদুর রহমান। এ সময়ে তাদের কাছ থেকে ৩০ লাখ জাল ভারতীয় রুপী, প্রিন্টার, কার্টিজ (বিশেষ কাগজ), স্কেল গ্লাস স্কিন এবং প্রিন্টার উদ্ধার করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃত হুমায়ুন জিজ্ঞাসাবাদে জানান, তিনি এক যুগেরও বেশি সময় ধরে জাল টাকা তৈরি করতেন। পরে ভারতীয় জাল রুপী তৈরি ও বিপণন করে আসছিলেন। জাল টাকার গুরু হিসেবে খ্যাত দুরুজ্জামানের হাত ধরেই হুমায়ুন এই পথে আসে। জাল রুপী তৈরি ও বিপণনে হুমায়ুনের ছোট ভাই কাওসার, সাইফুল ও সাইদুর মিলে একটি সিন্ডিকেট গড়ে তোলে। গ্রেফতারকৃত সাইদুর জাল রুপী তৈরির পেপার বিশেষ প্রক্রিয়ায় সালিড প্রয়োগ করে প্রস্তুত করে। সাইদুরের তৈরি জাল টাকার বিশেষ পেপার প্রতি পিস তিন থেকে চার টাকায় কেনে হুমায়ুন। ডিবি’র যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, জাল টাকা তৈরি ও বিপণন একটি ‘টেকনিক্যাল’ বিষয়। এটি বিশেষজ্ঞের কাজ। হুমায়ুন একাধিকবার গ্রেফতার হয়েছিলেন। তাদের নিজস্ব আইনজীবীও রয়েছে। তাদের গ্রেফতারের পর আদালতে পাঠানো হলে ওই আইনজীবীরাই তাদের জামিন করিয়ে আনেন। আবদুল বাতেন জানান, তাদের তৈরি করা জাল রুপী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে ভারতের প্রত্যন্ত অঞ্চলে পাচার করা হয়ে থাকে। সেখানে একটি গরুর হাট রয়েছে। এই হাট থেকে মূলত ভারতীয় জাল রুপী বিক্রি করে থাকে এই চক্রটি। ডিবি যুগ্ম কমিশনার জানান, আগে পাকিস্তানের সীমান্ত থেকে ভারতে জাল রুপী আসত। এখন সেই রুট কঠিন হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে জাল রুপী কিনতে সহজ হয় ভারতীয় ব্যবসায়ীদের।
×