ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা কাল ॥ ৩ লাখ মানুষের সমাগম হবে

প্রকাশিত: ০৫:৫২, ২০ মার্চ ২০১৮

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা কাল ॥ ৩ লাখ মানুষের সমাগম হবে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা আগামীকাল বুধবার। এ নিয়ে নেতাকর্মীর মধ্যে ব্যাপক জল্পনাকল্পনা। জনসভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে ৩ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন স্থানীয় নেতারা। এদিন প্রধানমন্ত্রী জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে তার বক্তব্য রাখার পাশাপাশি কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নগরী ও জেলার প্রত্যেকটি উপজেলা এবং ওয়ার্ড থেকে মিছিলসহকারে যোগ দেবে সাধারণ মানুষ। জনসভার মাঠ এবং সংলগ্ন এলাকা লোকেলোকারণ্য হয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে নেতৃবৃন্দ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার সরকারী ঘোষণা দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রত্যাশা করছেন। চট্টগ্রাম প্রেসক্লাবে সোমবার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পটিয়ার জনসভার বিষয়ে প্রস্তুতি এবং বিভিন্ন দিক তুলে ধরা হয়। আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম জানান, জনসভা হলে জনদুর্ভোগ হবে। কিন্তু তা যেন কম হয় সে চেষ্টা আমাদের থাকবে। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। কক্সবাজার থেকে নগরমুখী যানবাহন আনোয়ারা-বাঁশখালী সড়ক দিয়ে আসবে। যে মাঠে জনসভা হবে সেটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া অংশে মূল সড়কের লাগোয়া। চট্টগ্রাম থেকে পটিয়া হয়ে চন্দনাইশ, সাতকানিয়া, বান্দরবান ও কক্সবাজার জেলায় চলাচলের মূল সড়কও এটি। আমরা চেষ্টা করছি মানুষের কষ্ট যতটা কমিয়ে রাখা যায়। তিনি জানান, প্রধানমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামকে অনেক কিছু দিয়েছেন। কর্ণফুলী টানেল, বিশেষ অথনৈতিক অঞ্চল মেরিন ড্রাইভ, কক্সবাজার-ঘুমধুম রেললাইন ও বাইপাস সড়ক হচ্ছে। কালুরঘাট রেল ও সড়ক সেতুর দাবি রয়েছে। সেটিও সরকারের পরিকল্পনায় আছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে পুরো দক্ষিণ চট্টগ্রামে আবেগের সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রীকে দক্ষিণ চট্টগ্রামে বরণ করে নিতে উন্মুখ সাধারণ মানুষ। পটিয়ার জনসভায় ৩ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী কমপক্ষে ৪২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, পটিয়ার জনসভায় চট্টগ্রাম নগরী থেকেও যোগ দেবে বিপুল সংখ্যক মানুষ। তাছাড়া নগরীতে বসবাসকারীর অধিকাংশই চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলারই মানুষ। তারা মিছিলসহকারে পটিয়ায় যাবেন। জনসমুদ্র পরিণত হবে প্রধানমন্ত্রীর সভা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ সালাম, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং পটিয়ার পৌর মেয়র হারুনুর রশিদ। এদিকে, প্রধানমন্ত্রীর জনসভা সামনে রেখে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সাজছে। ব্যানার, ফেস্টুন ও নৌকা প্রতীক শোভা পাচ্ছে চট্টগ্রাম সার্কিট হাউস এবং কর্ণফুলী সেতু এলাকায়।
×