ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে কাল গণজমায়েত

প্রকাশিত: ০৭:৩৩, ১৯ মার্চ ২০১৮

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে কাল গণজমায়েত

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলা, সাম্প্রদায়িক শক্তির উত্থান এবং বিএনপি-জামায়াতের অব্যাহত চক্রান্তের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচী পালন করবে কেন্দ্রীয় ১৪ দল। এ কর্মসূচীতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। রবিবার এক বিবৃতিতে মোহাম্মদ নাসিম এ আহ্বান জানান। গত ৮ মার্চ ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে উল্লিখিত কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয়। শেষে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিক সম্মেলনে কর্মসূচী পালনের সিদ্ধান্ত ঘোষণা করেন। বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কোন ষড়যন্ত্র-চক্রান্তই সফল হতে দেবে না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। দেশের জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে। ৩ লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছে। লাখ লাখ মানুষ সম্পদ হারিয়েছে। বঙ্গবন্ধু জীবন দিয়েছেন। এতো ত্যাগের বিনিময়ে পাওয়া এ দেশের মাটিতে কখনও বিএনপি-জামায়াতের স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকে সফল হতে দেব না। কয়েক বছর আগেও বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও করে সাধারণ মানুষ হত্যার রাজনীতি প্রতিহত করেছে এদেশের জনগণ।
×