ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৭:১৪, ১৯ মার্চ ২০১৮

টুকরো খবর

ধর্ষণ মামলার আসামি গ্রেফতার সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৮ মার্চ ॥ বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ি গ্রামের চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার একমাত্র আসামি প্রতিবেশী বখাটে সামচু মোল্লাকে (৩০) বোয়ালমারী থানা পুলিশ গ্রেফতার করেছে। সামচু একই গ্রামের কাশেম মোল্লার বেকার ছেলে। শুক্রবার বিকেলে সামচু ওই শিশুকে তার এক প্রতিবেশীর ফাঁকা ঘরে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে সামচু পালিয়ে যায়। . আদালতে আসামির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৮ মার্চ ॥ আদালতের কার্যক্রম চলাকালে মানিক মিয়া (৬০) নামের এক আসামির মৃত্যু ঘটেছে। রবিবার দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মানিক মিয়া পূর্ব বিরোধের জেরে পার্শ্ববর্তী সুপন্দীর গ্রামের গোলাম মোস্তফার দায়েরকৃত একটি মামলার আসামি ছিলেন। পাকুন্দিয়া থানায় দায়েরকৃত এই মামলায় গত ১২ ফেব্রুয়ারি থেকে তিনি জেলা কারাগারে হাজতে ছিলেন। রবিবার তিনি আদালতের মাধ্যমে জামিনও লাভ করেছিলেন। . ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ধর্ষণ মামলায় কামরুল ইসলাম ওরফে কাইমাকে যাবজ্জীবন সশ্রম কারাদ-, এক লাখ টাকা অর্থদ- অনাদায়ে আরও তিনবছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত। রবিবার দুপুরে নারী ও শিশুনির্যাতন দমন ট্রাব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, ২০১৫ সালের তিন আগস্ট একই মহল্লার মোসা. জেরিনা খাতুন নামের এক অন্ধ মহিলা তার বাবার বাড়িতে ঘুমিয়ে ছিল। . বাগেরহাটে বসত ঘরে আগুন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে বসতঘরে আগুন লেগে নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। রবিবার দুপুর ২টার দিকে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন গোবরদিয়া গ্রামের মানিকের বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে সব মালামাল ভস্মীভূত হয়ে যায়। ওই বাড়িটি ভাড়া নিয়ে মোরেলগঞ্জের পাঁচগাহ গ্রামের আব্দুল হক বসবাস করতেন। . জুয়ার আসর থেকে আটক ৮ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ মার্চ ॥ আত্রাই থানার পুলিশ জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার গুড়নই গ্রামের বয়লারের চাতাল থেকে তাদের আটক করা হয়। এরা হলো, উপজেলার গুড়নই গ্রামের আব্দুল মালেকের ছেলে শহিদ, মৃত লাইবুল্লার ছেলে আবু তালেব, একাব্বরের ছেলে আব্দুল কুদ্দুস, আমজাদ হোসেনের ছেলে উজ্জল হোসেন ও মালিপুকুর গ্রামের মৃত মহিরের ছেলে বাবু সরদার, মৃত করিমের ছেলে জয়বর খাঁ (৩৬), মৃত বাহারের ছেলে বাবু সরকার এবং মৃত আমিন সরদারের ছেলে আজাহার আলী সরদার।
×