ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় সাবেক এমপিসহ বিএনপির ১৮ কর্মী কারাগারে

প্রকাশিত: ০৭:১২, ১৯ মার্চ ২০১৮

 সাতক্ষীরায় সাবেক এমপিসহ বিএনপির ১৮ কর্মী কারাগারে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ একটি নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনসহ ১৮ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। রবিবার দুপুরে সাতক্ষীরা জেলা দায়রা ও জজ আদালতের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন। সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল বিশ্বাস জানান, কালিগঞ্জ থানার জিআর ২৯১/১৭নং মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলামসহ ১৮ নেতা-কর্মী নিম্ন আদালতে হাজির হওয়ার শর্তে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রবিবার তারা সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের প্রার্থনা করেন। এ সময় বিচারক সাদিকুল ইসলাম তালুকদার তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
×