ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে নৈশ প্রহরীকে হত্যা ॥ চাল লুট

প্রকাশিত: ০৭:০৯, ১৯ মার্চ ২০১৮

দিনাজপুরে নৈশ প্রহরীকে হত্যা ॥ চাল লুট

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলা পল্লীতে হাসকিং মিলের নৈশ প্রহরীকে হত্যা করে ১শ’ বস্তা চাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। শনিবার মধ্যরাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামে ‘মা হাসকিং মিল’ এ ঘটনা ঘটে। নিহত নৈশ প্রহরীর নাম নজু (৪৫)। তিনি ওই ইউনিয়নের ভাবকী গ্রামের আশরাফ আলীর ছেলে। . মৌলভীবাজারে পিতা নিজস্ব সংবাদদাতা মৌলভীবাজার থেকে জানান, মৌলভীবাজার শহরতীর চাঁদনীঘাট ইউনিয়নে পুত্র আক্তার মিয়ার হাতে তার বাবা বসই মিয়া (৬০) খুন হয়েছেন। রবিবার দুপুর ২টার দিকে শহরতলীর হাসানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। বগুড়ায় যুবক স্টাফ রিপোর্টার বগুড়া অফিস জানায়, শাজাহানপুর উপজেলায় ফরহাদ (২৮) নামে এক যুবক খুন হয়েছে। উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকার পশ্চিম পার্শ্বে একটি মুরগি খামারের কাছে ধান ক্ষেত থেকে তার জবাই করা লাশ পাওয়া যায়। রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। . মৌলভীবাজারে পুলিশ কর্মকর্তা জখম নিজস্ব সংবাদদাতা মৌলভীবাজার থেকে জানান, মামলার সাক্ষীর দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন মৌলভীবাজার মডেল থানার এএসআই বিকাশ চন্দ্র দে। জানা যায় শনিবার রাত ২টার দিকে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নায়ারণপাশা গ্রামের বাসিন্দা ওয়ারেন্টভুক্ত সাক্ষী জালাল মিয়াকে ধরতে গিয়ে তারই দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন পুলিশের এএসআই বিকাশ চন্দ্র দে। পুলিশ জানায়, উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ৬-৭ জন পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত সাক্ষী জালাল মিয়াকে ধরতে তার বাড়িতে যায়। . রানীনগরে ইউপি সদস্যকে পিটিয়ে জখম নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, রানীনগরে রাতের আঁধারে কেএম আতাউর রহমান ভৌমর (৫৫) নামে এক ইউপি সদস্যকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার বিলকৃষ্ণপুর ঈদগাহ মাঠসংলগ্ন রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। আতাউর রহমান ভৌমর উপজেলার পারইল ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ও বিলপালশা গ্রামের মৃত আজাহার আলী খন্দকারের ছেলে। বর্তমানে ভৌমর মেম্বার গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপালে ভর্তি রয়েছে। . মির্জাপুরে তালাবদ্ধ ঘরে গৃহবধূর লাশ নিজস্ব সংবাদদাতা মির্জাপুর থেকে জানান, তালাবদ্ধ ঘর থেকে ফুলমতি নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে মির্জাপুর উপজেলার মীর দেওহাটা গ্রামের একটি ভাড়া বাড়ির বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে। এদিকে ঘটনার পর থেকে ফুলমতির স্বামী মজিদ মিয়া ওরফে মডেল পলাতক রয়েছে। পুলিশ জানায়, ফুলমতি ও স্বামী মজিদ মীর দেওহাটা গ্রামের ইউসুফ মিয়ার এসএইচবি নামে একটি ইটভাঁটিতে কাজ করতেন। শনিবার সকালে কাজে না আসায় ইটভাঁটির লোকজন পাশের ভাড়াটিয়া বাড়িতে ফুলমতিকে খুঁজতে যান। সেখানে ঘর তালাবদ্ধ দেখে তারা ফুলমতির স্বামী মজিদকে ফোন দিলে ফুলমতিকে কে যেন মেরে ঘরে তালা দিয়েছে বলে স্বামী জানায়। খবর পেয়ে পুলিশ তালা ভেঙ্গে রবিবার দুপুরে ফুলমতির লাশ উদ্ধার করে। . সৈয়দপুরে গৃহবধূ স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ রবিবার সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের পূর্ব আইসঢাল গ্রামে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এক সন্তানের জননী ওই গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেছে পরিবারের সদস্যরা। আর স্বামীর পরিবারের লোকজন বলছে আত্মহত্যা করেছে শারমিন। এ দিন দুপুরে জেলা মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। . কুপিয়ে যুবক নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ায় এক যুবকের মস্তকবিহীন দেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ থাকার দুই দিন পর ইমরান হোসেন (২৪) নামের ওই যুবকের মরদেহ রবিবার সকালে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার থেকে নিখোঁজ ছিল ইমরান হোসেন। রবিবার সকালে সদরপুর গ্রামের মাঠের ভুট্টাক্ষেতে মস্তকবিহীন একটি দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করে। . সাতক্ষীরায় গৃহবধূ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে জানান, লাখ টাকার যৌতুকের দাবিতে শিখা দাস (১৯) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয়রা গৃহবধূর শ্বশুর মহিম দাস, শাশুড়ি সীতা রানী দাস ও ননদ কাকলী দাসকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটে রবিবার সকালে তালা উপজেলার ফতেপুর গ্রামে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। . রাজশাহীতে আদিবাসী শ্রমিক স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, তানোরে গোবিন্দ টুডু (৪০) নামে এক আদিবাসী কৃষি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার দরগাডাংগা গ্রামের একটি পুকুর থেকে গোবিন্দের লাশ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার বলরাম টুডুর ছেলে। পরিবারের সদস্য এবং পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যান টুডু। এরপর দুপুরে তার লাশ পুকুরে ভাসতে দেখা যায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
×