ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুকে নিয়ে তাশিক আহমেদের গান

প্রকাশিত: ০৬:৩৫, ১৯ মার্চ ২০১৮

 বঙ্গবন্ধুকে নিয়ে তাশিক আহমেদের গান

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিয়ে গান করলেন তাশিক আহমেদ। ‘১৭ মার্চ’ শিরোনামের গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু। এতে সুর ও সঙ্গীত করেছেন রাজেশ সাহা। ‘তোমার জন্ম না হলে বন্ধু, জন্ম হতো কী এই বাংলাদেশ/ তোমার জন্ম না হলে বন্দু, পেতাম কী স্বাধীনতার এই আবেশ/ তাই তোমার জন্মদিন- আনন্দ সীমাহীন- এমন কথায় সাজানো গানটি এটিএন টিউব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ভিডিও আকারে। গানটি সম্পর্কে তাশিক আহমেদ বলেন, বঙ্গবন্দু বাঙালী জাতির কাছে একটি আবেগের নাম। তাকে নিয়ে গান করতে পারাটাকে সৌভাগ্য বলে দেখছি আমি। গানটির শিরোনাম ১৭ মার্চ রেখেছি বঙ্গবন্ধুর জন্মদিনকে মাথায় রেখেই। আশা করছি গানটি ভাল লাগবে সবার। প্রসঙ্গত ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা তাশিক আহমেদের। এক সময় গাইতেনও। সর্বশেষ গেল ভালবাসা দিবস উপলক্ষে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানের ডালির ব্যানারে বাজারে এসেছে তাশিক আহমেদের গাওয়া গান নিয়ে এ্যালবাম ‘ ঘোর কাটে না’।
×