ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমতলীতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সামান্য ক্ষতি’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৬:৩৫, ১৯ মার্চ ২০১৮

আমতলীতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সামান্য ক্ষতি’ মঞ্চস্থ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ আমতলী আঁচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের ১৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিন শুক্রবার রাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা অবলম্বনে ‘সামান্য ক্ষতি’ নাটক মঞ্চস্থ হয়েছে। নতুন পৌর ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল প্রাঙ্গণের মঞ্চে এ নাটক মঞ্চস্থ করা হয়। বিদ্যালয়ের কচিকাঁচা শিক্ষার্থীরা এ নাটক মঞ্চস্থ করে। ঘণ্টাব্যাপী এ নাটকটি হাজার হাজার দর্শক উপভোগ করেছেন। এ নাটকে আঁচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা অভিনয় করে। রাজার ভূমিকায় অভিনয় করেছে দেবজিত কর্মকার, রানী ফিজা কামাল, সেনাপতি অপি, কোতোয়াল তাছিন, গরিব কৃষক শাওন, সাব্বির, গরিব কৃষাণী পূর্ণতা মিত্র ও গণকের ভূমিকায় অভিনয় করেছে প্রান্ত মজুমদার। নাটকটি পরিচালনা করেছেন আবদুল গনি। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা চমকপদ নৃত্য পরিবেশনা করেন। ‘সামান্য ক্ষতি’ নাটকে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন। ধনীর দাম্ভিকতা গরিবের সর্বনাশ এ নাটকে ফুটে ওঠে। একজন কৃষক জীবনের কষ্টার্জিত শ্রম দিয়ে জমি চাষ করে ফসল ফলায়। ওই ফসল কৃষকের গোলায় না তুলে সিংহভাগ রাজাকে দিতে হয়। সারা বছর কৃষকরা খেয়ে না খেয়ে দিনাতিপাত করে নিজের সম্বলটুকু আঁকড়ে ধরে রাখে। কিন্তু দাম্ভিক রানী অহঙ্কার করে গরিব প্রজা কৃষকের ঘরবাড়ি পুড়িয়ে দেয়। প্রজারা রানী কর্তৃক তাদের ঘর পোড়ানো ঘটনা রাজাকে জানায়। রাজা প্রজাদের সকল ঘটনা শুনে। এ নাটকে ধনীরা গরিবের কষ্ট বুঝে না। গরিবের কষ্ট বোঝানোর জন্য রাজা রানীকে গরিবের বেশে ঘর থেকে বের করে দেয়।
×