ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৌলিক কমিউনিকেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক আয়োজন

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ মার্চ ২০১৮

মৌলিক কমিউনিকেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ সাংস্কৃতিক প্রতিভা বিকাশমূলক সংগঠন মৌলিক কমিউনিকেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে ‘সাংস্কৃতিক কর্মীদের আড্ডা’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলিক কমিউনিকেশনের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশীদ মামুন। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্রকার ও কবি মির্জা সাখাওয়াৎ হোসেন, বিশিষ্ট লেখক ও কবি রাশেদ রেহমান, কবি জিএম রশীদ হারুন, ঢাকা প্রসেনিয়াম থিয়েটারের সাধারণ সম্পাদক লায়ন ভূঁইয়া মোহাম্মদ রাশেদ, সঙ্গীতশিল্পী শেখ মিলন, শিল্পী বিশ্বাস প্রমুখ। আড্ডা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মৌলিক পরিবারের প্রধান উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোহেল আহমেদ খান। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মৌলিক কমিউনিকেশনের চেয়ারম্যান সাজু আহমেদ। আড্ডা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। উল্লেখ্য গত ২০১৬ সালের ১৯ মার্চ যাত্রা শুরু করে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মৌলিক কমিউনিকেশন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাজু আহমেদের পরিচালনায় এই প্রতিষ্ঠানের ব্যানারে গত দুই বছরে বেশ কিছু সাংস্কৃতিক ও সমাজসেবামূলক কর্মকা- পরিচালনা করা হয়।
×