ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

থিয়েটার অলিম্পিকে প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেটার’

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ মার্চ ২০১৮

 থিয়েটার অলিম্পিকে প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেটার’

স্টাফ রিপোর্টার ॥ ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ৮ম থিয়েটার অলিম্পিকে মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাট প্রযোজনা ‘কিনু কাহারের থেটার’। এ আয়োজনে ‘কিনু কাহারের থেটার’ নাটকটি আগামী ২১ মার্চ সন্ধ্যা ৮টায় দিল্লীর অভিমঞ্চে মঞ্চস্থ হবে। এছাড়াও ২৩ মার্চ ভারতের ভুপালে নাটকটির আরও একটি প্রদর্শনী হবে। ‘কিনু কাহারের থেটার’ নাটকের দুই মঞ্চায়নের উদ্দেশ্যে প্রাচ্যনাটের ২৫ সদস্যের একটি দল আজ সোমবার দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা দেবে বলে জানা গেছে। প্রাচ্যনাটের ১৫তম প্রযোজনা ‘কিনু কাহারের থেটার’ নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিফুল ইসলাম ইমন। সহকারী নির্দেশনায় মনিরুল ইসলাম রুবেল, রিঙ্কন সিকদার, আলোক আবুল হাসনাত ভুঁইয়া রিপন, সঙ্গীত ও ধ্বনি প্রাচ্যনাট সঙ্গীত দল। ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর নাটকটি প্রথম মঞ্চায়ন হয়। ‘কিনু কাহারের থেটার’ নাটকের গল্পে দেখা যায় পুতনা রাজ্যের উজির এক নারীর শ্লীলতাহানি ঘটিয়েছে। লাট সাহেব বললেন, এর যদি বিচার না হয় তাহলে আমি সিংহাসন ফালাইয়া দিব। রাজা পড়লেন মহাসঙ্কটে। উজির তার প্রাণের দোসর, তাকে কি করে চোদ্দ ঘা চাবুক মারতে আদেশ দিবেন তিনি? উজিরকে বুদ্ধি দিলেন, একজন লোক ঠিক করতে যে আদালতে এসে সাক্ষ্য দিবে উজির নয়, অপকর্মটি করেছে আসলে সে, তাই সাজাও তারই প্রাপ্য। চার থলি টাকার বিনিময়ে ঘন্টাকর্ণের বৌ জগদম্বা উজিরের হাতে তুলে দিল তার স্বামীকে। তারপর ঘন্টাকর্ণের বাড়ির দুয়ারে যত চোর, ডাকাত, দাগি আসামির লাইন, থলি থলি টাকা নিয়ে সবাই দাঁড়িয়ে, অপরাধ করে তারা আর সাজা ভোগ করে ‘সাজা খেকো অফিসার’ ঘন্টাকর্ণ। জগদম্বা খুশি তার স্বামী কামাই করতে শিখেছে, রাজা খুশি ক্ষমতা টিকে যাওয়ার আনন্দে। উজির খুশি দেশে আর কোন আইনের সঙ্কট নেই। চারিদিকে শান্তি, শান্তি, শান্তি। কিন্তু এভাবে যদি দিন যেত তাহলে তো কথাই ছিল না। হঠাৎ একদিন রাজা ফেঁসে গেলেন ছাগল হত্যার দায়ে। লাট সাহেবের বুদ্ধির প্যাঁচে রাজার হলো ফাঁসির আদেশ। রাজা বললেন, ভয় কি, আমার তো মাস মাইনের চাকুরে ঘন্টাকর্ণ আছেই, ‘নে রে বাপ ঘন্টাকর্ণ, উঠে পড় ফাঁসি কাষ্ঠে’। তারপর? প্রসঙ্গত ১৯৯৩ সালে উদ্যোগ নেয়া থিয়েটার অলিম্পিকের প্রথম আসরটি বসে ১৯৯৫ সালে গ্রীসের ডেলফিতে। এরপর জাপান, রাশিয়া, তুর্কী, দক্ষিণ কোরিয়া, চায়না ও পোল্যান্ডের পর এবার এই বিশ্ব আয়োজনের পর্দা উন্মোচন হচ্ছে এশিয়ায়। নির্বাচিত স্থান ভারতের দিল্লী ও অন্যান্য মূল শহর। যার আয়োজন সহযোগী থাকছে দিল্লী তথা এশিয়ার অন্যতম নাট্যপিঠস্থান ন্যাশনাল স্কুল অব ড্রামা এবং ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়। বিশ্বের অন্যতম এই নাট্যআসরটি শুরু হয়েছে এ বছরের ১৮ ফেব্রুয়ারি। আর এর পর্দা নামবে ৮ এপ্রিল। উৎসবে মঞ্চস্থ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সব প্রযোজনা।
×