ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলে গেলেন দিলীপ রায়

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ মার্চ ২০১৮

চলে গেলেন দিলীপ রায়

সংস্কৃতি ডেস্ক ॥ প্রখ্যাত বেহালাবাদক, সঙ্গীত পরিচালক ও সুরকার দিলীপ রায় আর নেই। ভারতের গড়িয়ার বাসভবনে শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। শনিবার দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ১৯৩৫ সালে বর্ধমানের রানিগঞ্জে দিলীপ রায়ের জন্ম। স্কুলে পড়াকালীন রানিগঞ্জের জমিদারের কাছ থেকে পুরস্কার হিসেবে একটি বেহালা পেয়েছিলেন। তারকাব্রহ্ম অধিকারীর কাছে বেহালার তালিম নিয়েছিলেন। মাত্র ১৪ বছর বয়সে রেডিওতে গল্পদাদুর আসরে বেহালা বাজিয়ে সকলের নজর কাড়েন। পরে সঙ্গীত পরিচালনায় আসেন। কাজ করেছেন সত্যজিৎ রায়, তপন সিংহ, প-িত রবিশঙ্কর, ওস্তাদ বিলায়েত খাঁ, ওস্তাদ আলি আকবর খাঁ, রবীন চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্তসহ বিখ্যাত সঙ্গীত পরিচালকদের সঙ্গে। এককভাবে সঙ্গীত পরিচালক হিসেবে তাকে পাওয়া গেছে ‘নতুন সূর্য’, ‘অনুরোধ’, ‘অন্ধি গলি’সহ বেশ কিছু চলচ্চিত্রে। তার সুরে গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, আশা ভোঁসলে, আরতি মুখোপাধ্যায়, অনুরাধা পাড়ওয়ালসহ নামী দামী শিল্পীরা।
×