ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইতালি দলে ফিরলেন গোলরক্ষক বুফন

প্রকাশিত: ০৫:৫৭, ১৯ মার্চ ২০১৮

ইতালি দলে ফিরলেন গোলরক্ষক বুফন

স্পোর্টস রিপোর্টার ॥ এবার রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি চারবারের বিশ্বকাপ জয়ী দল ইতালি। এরপরই কোচ জিয়ান পিয়েরো ভেঞ্চুরাকে বরখাস্ত করা হয়। তারপর থেকে কোন প্রধান কোচ নিয়োগ করা হয়নি। আপাতত অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছেন লুইজি ডি বিয়াজিও। তিনি আবার ইতালি জাতীয় দলে ডেকেছেন অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে। এছাড়া ২০১৪ বিশ্বকাপের পর প্রথমবার দলে ফিরেছেন ফরোয়ার্ড মারিও বালোতেল্লি। চলতি মাসের শেষদিকে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইতালি। ৫৯ বছর পর এবারই প্রথম বিশ্বকাপে দর্শক ইতালি। সুইডেনের বিপক্ষে দুই লেগের প্লে-অফে হেরে স্বপ্ন ভঙ্গ হয় ইতালির। সেই ম্যাচে লালকার্ড দেখেছিলেন বুফন। এরপরই বুফন জানিয়েছিলেন আর আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না। কিন্তু ৪০ বছর বয়সী এ তারকা গোলরক্ষককে দলে ডেকেছেন আবার বিয়াজিও। জুভেন্টাসের অধিনায়ক জানিয়েছিলেন যদি বিয়াজিও তার প্রয়োজনীয়তা অনুভব করেন সেক্ষেত্রে আবার জাতীয় দলের জার্সিতে খেলতে প্রস্তুত আছেন। আগামী ২৩ ও ২৭ মার্চ ইংল্যান্ডে দুটি প্রীতি ম্যাচের জন্য তাই বিয়াজিও এ অভিজ্ঞ গোলরক্ষককে দলে নিয়েছেন। বুফন ইতালির হয়ে ১৭৫ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া বালোতেল্লিকে নিয়ে যে জল্পনা-কল্পনা ছিল সেটারও ইতি ঘটেছে। নিসের হয়ে দারুণ ফর্মে থাকা এ ফরোয়ার্ডকেও দলে টেনেছেন বিয়াজিও। ২০১৪ বিশ্বকাপের পর থেকেই দলে ছিলেন না বালোতেল্লি। ২০১৬ সালের নবেম্বরের পর সুযোগ পেয়েছেন এসি মিলানের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ২০ বছর বয়সী তরুণ প্যাট্রিক ক্রুটোন ও ফিওরেন্টিনার উইঙ্গার ফেডেরিকো চিয়েসা। প্রীতি ম্যাচে ইতালি দল ॥ গোলরক্ষক- জিয়ানলুইজি বুফন, জিয়ানলুইজি ডোনারুমা, মাত্তিয়া পেরিন। ডিফেন্ডার- লিওনার্দো বোনুচ্চি, জিওর্জিও চিয়েল্লিনি, মাত্তেও ডারমিয়ান, মাত্তিয়া ডি স্কিগলিও, জিয়ানমারকো ফেরারি, আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি, ড্যানিয়েল রুগানি, লিওনার্দো স্পিনাজ্জোলা, ডেভিড জাপাকোস্টা। মিডফিল্ডার- জিয়াকোমো বোনাভেঞ্চুরা, ব্রায়ান ক্রিস্টান্টে, রবার্টো গ্যাগলিয়ার্ডিনি, জর্জ লুইজ ফ্রেলো জর্গিনহো, মারকো প্যারোলো, লরেঞ্জো পেলেগ্রিনি, মারকো ভেরাত্তি। ফরোয়ার্ড- আন্দ্রেয়া বেলোত্তি, এ্যান্টোনিও ক্যান্ড্রেভা, প্যাট্রিক কুট্রোন, ফেডেরিকো চিয়েসা, সিরো ইমমোবাইল, লরেঞ্জো ইনসিগনে ও সিমোন ভার্দি।
×