ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাশিয়া বিশ্বকাপ কোন ‘যুদ্ধ’ নয়

প্রকাশিত: ০৫:৫৬, ১৯ মার্চ ২০১৮

রাশিয়া বিশ্বকাপ কোন ‘যুদ্ধ’ নয়

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে রাশিয়ায়। মাসব্যাপী ফুটবল মহাযজ্ঞের শুরু হবে জুনে। বিভিন্ন দেশ থেকে আসবে অজস্র দর্শক-সমর্থক। রাশিয়াও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই বিশ্বকাপ আয়োজনের। এমনকি দেশের প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনও সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস দিয়েছেন। এরপরও অনেকেই আশঙ্কা করছেন সমর্থকদের মধ্যে অস্থিরতা থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো জানিয়েছেন এটা শুধুই ফুটবল খেলা এবং বিশ্বকাপ, কোন যুদ্ধ নয়। রাশিয়ার বিশ্বকাপ আয়োজক কমিটি ইতোমধ্যেই ভেন্যুগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। কিন্তু উত্তেজনা ছড়ানোর পাশাপাশি সংঘর্ষ হওয়ার শঙ্কাটা এরপরও বেশ ভালভাবেই আছে। বিশেষ করে বিভিন্ন দেশের সমর্থকদের মধ্যে এটা ছড়িয়ে পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। আর রাশিয়া ও ব্রিটিশ সমর্থকদের মধ্যে সেটি ঘটার সম্ভাবনা অনেক বেশিই। এ বিষয়ে ইনফ্যান্টিনো বলেন, ‘আমরা যুদ্ধে যাচ্ছি না। আমরা যাচ্ছি ফুটবল উৎসবের জন্য। যদি কেউ সমস্যা তৈরি করতে যায় তাহলে তারা মহাঝামেলায় পড়বে। রাশিয়ানরা মনেপ্রাণেই এই বিশ্বকাপ সফলভাবে আয়োজনের জন্য নিবেদিতপ্রাণ।’ তবে ফ্রান্সে অনুষ্ঠিত ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসে (ইউরো ফুটবল) রাশিয়া ও ব্রিটিশ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সেটার কারণেই ভয়টা আবার। ইনফ্যান্টিনো চারটি ইউরো ফুটবল আয়োজক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিশ্চিত করেছেন রাশিয়ার আয়োজকরা সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে ওই ধরনের কোন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করার। তিনি বলেন, ‘বড় বেশ কয়েকটি ইভেন্ট আয়োজনের কিছু ক্ষুদ্র অভিজ্ঞতা আমার আছে। আমি বলতে চাই এবার যে ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছি এমন উচ্চ পর্যায়ের দেখতে পাইনি কখনও। বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে দেখতে পাচ্ছি রাশিয়ানরা সবখানে খুবই সতর্ক এ বিষয়ে।’
×