ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে ফেদেরার

প্রকাশিত: ০৫:৫৬, ১৯ মার্চ ২০১৮

ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ মাসখানেক আগেই বিশ্বের এক নম্বর তারকা হয়েছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। টানা সাফল্যের মধ্যেই আছেন তিনি। এবার ইন্ডিয়ান ওয়েলসের মাস্টার্স টেনিস প্রতিযোগিতারও ফাইনালে উঠেছেন। চলতি মৌসুমে টানা ১৭ ম্যাচ জিতেছেন তিনি সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বরনা কোরিচকে হারিয়ে। আরেকটি শিরোপা জয়ের জন্য এখন তার সামনে বাধা বিশ্বের ৮ নম্বর তারকা আর্জেন্টিনার জুয়ান মার্টিন ডেল পোত্রো। অবশ্য এ আর্জেন্টাইন তারকা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামার আগেই ফেদেরারকে ফেবারিট এবং নিজেকে আন্ডারডগ হিসেবে দাবি করেছেন। এর আগে ৫ বার ইন্ডিয়ান ওয়েলসে শিরোপা জয়ের হাসি হেসেছেন ফেদেরার। তাই এখানকার দর্শকরাও বেশ পছন্দ করেন তাকে। এবার জিততে পারলে রেকর্ড ৬ বার ইন্ডিয়ান ওয়েলস জেতার কৃতিত্ব দেখাবেন এ সুইস ভদ্রলোক। অবশ্য সেমিফাইনালের লড়াইয়ে বেশ কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলেন কোরিচের কাছ থেকে। বিশ্বের ৪৯ নম্বর এ তারকা প্রথম সেটেই চমকে দেন ফেদেরারকে। দীর্ঘ লড়াইয়ে ফেদেরার ৭-৫ ব্যবধানে হেরে যান। পরের দুই সেটেও কঠিন লড়াই হয়েছে। এমনকি ম্যাচ হারের শঙ্কায়ও পড়েছিলেন দ্বিতীয় সেটেই। পিছিয়ে পড়েছিলেন ৪-২ ব্যবধানে। সেখান থেকে ঘুরে দাঁড়ান এ বিশ্বসেরা টেনিস তারকা। ৬-৪ ব্যবধানে জিতে সমতা আনেন ম্যাচে। কিন্তু তৃতীয় সেটে আবার পিছিয়ে পড়েন ৪-৩ ব্যবধানে। আরেকবার তাকে পরাজয়ের শঙ্কা উপহার দেন কোরিচ। এবারও নিজেকে ফিরে পান ফেদেরার এবং টানা তিন গেমে কোরিচকে হারিয়ে জয় তুলে নেন ৬-৪ সেটে। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে শেষ পর্যন্ত ফেদেরার জিতে যান ৫-৭, ৬-৪ ও ৬-৪ সেটে। এটি চলতি বছরে টানা ১৭ জয় ফেদেরারের। আগে নিজের সেরা রেকর্ড ছিল টানা ১৬ ম্যাচ জয়। ২০০৬ সালে তিনি সেটি করেছিলেন। ফাইনালে ওঠার পর ফেদেরার বলেন, ‘রেকর্ডটা করতে বেশ কিছু সময় লেগেছে। কিন্তু আমি খুশি। এটা খুবই কঠিন লড়াইয়ের ম্যাচ ছিল। সহজে জয়টা আসেনি। আমি বলব কিছুটা সৌভাগ্যবানই ছিলাম। এখন মনোযোগ ফাইনাল নিয়ে। কিন্তু বছরের শুরুটা এমন ভালভাবে যাওয়াতে আমি অনেক আনন্দিত। আশা করছি ফাইনালে আমি অনেক ভাল খেলতে পারব।’ ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ ডেল পোত্রো। তিনি মনে করছেন শিরোপা জেতার জন্য ক্যারিয়ারের সব অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে এবং মানসিক দৃঢ়তাও খুব প্রয়োজন পড়বে। এ বিষয়ে ফেদেরার বলেন, ‘সঠিক সিদ্ধান্ত সময় মতোই নিতে হবে। সেই সঙ্গে ইতিবাচক মানসিকতাও দরকার এ ধরনের ম্যাচের জন্য। কোরিচ আজ অবিশ্বাস্যরকমভাবে সুস্থিরতা দেখিয়েছে। আমি পিছিয়ে থেকেও যখন ব্রেক পয়েন্ট জিতেছি নিজের কাছেই মেনে নেয়াটা কঠিন হয়ে পড়েছিল। তার এই ম্যাচ অবশ্যই জেতা উচিত ছিল। ওই দুটি ১০ মিনিট পুরোপুরিই চাপে ছিলাম আমি। তার দুর্ভাগ্য।’ ডেল পোত্রো এবার ফেদেরারকে আটকানোর চেষ্টা করবেন। এ আর্জেন্টাইন তারকা কানাডার মিলোস রাওনিচকে ৬-২, ৬-৩ সেটে হারিয়ে দিয়েছেন সেমির লড়াইয়ে। এ বছর পোত্রোও বেশ ভাল সময় কাটাচ্ছেন। ৩টি পরাজয়ের বিপরীতে জিতেছেন ১৬ ম্যাচ। এবার ক্যারিয়ারের ২২তম এবং টানা দ্বিতীয় এটিপি ট্যুর শিরোপা জিততে চান তিনি। গত মাসেই তিনি আকাপুলকোতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা তিন খেলোয়াড়কে টানা হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তাই ফর্মের তুঙ্গেই আছেন তিনি। কিন্তু ফেদেরারের বিপক্ষে আজ পর্যন্ত হওয়া ম্যাচের ফলাফলে ১৮ বারই জয় তুলে নিয়েছেন সুইস তারকা আর পোত্রো জিততে পেরেছেন ৬ বার। এ বিষয়ে পোত্রো বলেন, ‘ফাইনালে জেতার অন্যতম ফেবারিট তিনি। আমি আন্ডারডগ। কিন্তু অতীতে আমি তাকে হারিয়েছি এবং আমি জানি যে কোন সময় সেটার পুনরাবৃত্তি ঘটানো অসম্ভব হবে না আমার।’
×