ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইরাকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত: ০৫:৫৬, ১৯ মার্চ ২০১৮

ইরাকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্পোর্টস রিপোর্টার ॥ ১৯৯০ সালে অতর্কিত হামলা চালিয়ে কুয়েত দখল করে নেয় ইরাক। এরপর প্রায় পুরো বিশ্বই ইরাকের বিপক্ষে দাঁড়িয়ে যায়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাও (ফিফা) ইরাকে কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দেয়। প্রায় তিন যুগ পর অবশেষে সেই নিষেধাজ্ঞা উঠতে যাচ্ছে। ২১ মার্চ ইরাকের গুরুত্বপূর্ণ শহর বসরায় কাতার ও সিরিয়ার বিপক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। গত কয়েক বছর ধরেই ইরাকী ফুটবল কর্তৃপক্ষ স্টেডিয়াম তৈরি করছে এবং বিভিন্ন দেশের ফুটবল গবর্নিং বডি ও তারকা ফুটবলারদের চাপ প্রয়োগ করে আসছে দেশের মাটিতে খেলার জন্য।
×