ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড্র করেও শীর্ষে জুভেন্টাস

প্রকাশিত: ০৫:৫৬, ১৯ মার্চ ২০১৮

 ড্র করেও শীর্ষে জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে জমে উঠেছে শিরোপার লড়াই। শনিবার স্পালের সঙ্গে গোলশূন্য ড্র করে জুভেন্টাস। তবে এই ড্রয়ের পরেও পয়েন্ট তালিকায় কোন পরিবর্তন হয়নি। চলতি মৌসুমে ইতালিয়ান সিরি’এ লীগে ২৯ ম্যাচ থেকে ৭৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট কম নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নেপোলি। এদিন স্পালের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল। পুরো ম্যাচে ৩১টি ফাউল করেন উভয় দলের খেলোয়াড়রা। এতেই তা খুব পরিষ্কার। এর মধ্যে দুই দলের খেলোয়াড়দের ছয়টি হলুদ কার্ড দেখান ম্যাচ রেফারি। তবে প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ পায় জুভেন্টাস। কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারেনি তারা। প্রথমে ডিফেন্ডার আলেক্সসান্দোর শট এবং পরে স্ট্রাইকার পাওলো দিবালার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে তো প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন স্ট্রাইকার দিবালা। ইতালিয়ান সিরি’এ লীগে গত কয়েক মৌসুম ধরেই রাজত্ব করছে জুভেন্টাস। লীগ শিরোপাটাকে যেন একেবারেই নিজেদের করে নিয়েছে তারা। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের স্বপ্নেও বিভোর এ্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। তবে কাজটা মোটেও সহজ হবে না তাদের। কেননা শেষ আটেই যে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে এই দুই দলের লড়াইটাকেই অগ্নিপরীক্ষা হিসেবে বিবেচনা করছেন ফুটবলবোদ্ধারা। পিএসজির বাধা পেরিয়েও স্বস্তিতে থাকতে পারল না রিয়াল। কোয়ার্টার ফাইনালেও বেল-রোনাল্ডোরা পেলেন কঠিন প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন্স লীগে গত আসরের ফাইনালের পুনর্মঞ্চায়ন হতে যাচ্ছে এবার শেষ আটেই। চ্যাম্পিয়ন্স লীগ যুগে প্রথম দল হিসেবে টানা দু’বার ইউরোপ সেরাও হওয়ার পথে গতবার ফাইনালে জুভেন্টাসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়াল। এর আগে ২০১৪-১৫ মৌসুমের ফাইনালে বার্সিলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল জুভেন্টাস। এবার শেষ আটে তার বদলা নেয়ার সুযোগ তুরিনের বুড়িদের সামনে। শেষ ষোলোতে টটেনহ্যামকে হারিয়ে তারা বুঝিয়ে দিয়েছে বার্সার কাজটা সহজ হবে না।
×