ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ ফুটবল ২০১৮

ব্রাজিল দলে আরেক ধাক্কা লুইসের ইনজুরি

প্রকাশিত: ০৫:৫৫, ১৯ মার্চ ২০১৮

ব্রাজিল দলে আরেক ধাক্কা লুইসের ইনজুরি

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিল ফুটবল দলের সবচেয়ে বড় ধাক্কা অধিনায়ক ও সুপারস্টার নেইমারের ইনজুরি। তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা বোঝা যাবে বিশ্বকাপ ফুটবল শুরুর কিছুদিন আগে। এর মধ্যেই আরেকটি ধাক্কা খেয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলা ডিফেন্ডার ফিলিপ লুইস ইনজুরিতে পড়েছেন। মস্কোয় ইউরোপা লীগে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে খেলার সময় পা ভেঙ্গে গেছে তার। আগামী জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে এখন প্রীতি ম্যাচ খেলার দিকে মনোযোগী সবগুলো দল। ব্রাজিলও প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স ও বিশ্বকাপ আয়োজক রাশিয়ার বিপক্ষে। এই দুটি ম্যাচের জন্য লুইসকে দলে নিয়েছিলেন কোচ টিটে। জুভেন্টাসের এ্যালেক্স সান্দ্রোকে এড়িয়ে তাকে দলে নিয়েছিলেন তিনি। কিন্তু এখন হুট করে ইনজুরিতে পড়ে খেলা হবে না লুইসের। পা ভেঙ্গে যাওয়ার পর শুক্রবার তার পায়ে অস্ত্রোপচার করানো হয়েছে মাদ্রিদে। পরদিনই দেশে ফিরে এসেছেন তিনি। এ্যাটলেটিকোর পক্ষ থেকে জানানো হয়েছে অন্তত ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন লুইস, অর্থাৎ দুই মাস। মে মাসের মাঝামাঝি সুস্থ হয়ে ফিরতে পারেন লুইস। এই মৌসুমে আর এ্যাটলেটিকোর হয়ে খেলা হবে না তার। তাই বিশ্বকাপ প্রস্তুতিটা ভালভাবে সারতে পারবেন না তিনি।
×