ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিয়ামি ওপেনে খেলছেন না শারাপোভা

প্রকাশিত: ০৫:৫৪, ১৯ মার্চ ২০১৮

মিয়ামি ওপেনে খেলছেন না শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ মিয়ামি ওপেন থেকে সরে দাঁড়ালেন মারিয়া শারাপোভা। মূলত বাহুর ইনজুরির কারণেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। এর ফলে কপাল খুলেছে আমেরিকান খেলোয়াড় জেনিফার ব্র্যাডির। রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্লের বদলে মিয়ামি ওপেনে খেলার সুযোগ পেয়েছেন ২২ বছরের তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। মিয়ামি ওপেনে বিশ্ব টেনিসের প্রায় সব খেলোয়াড়ই অংশ নিয়ে থাকেন। শারাপোভারও এটা খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট। যে কারণেই এবার না খেলতে পেরে চরম হতাশ মাশা। এ জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। তবে কথা দিয়েছেন দ্রুতই সুস্থ হয়ে কোর্টে ফিরবেন শারাপোভা। এ বিষয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘বাম বাহুর ইনজুরির কারণে আমার প্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান ওয়েলস থেকে নাম প্রত্যাহার করে নিতে হলো, এ জন্য আমি সত্যিই খুব দুঃখিত। তবে যতদ্রুত সম্ভব কোর্টে ফেরার জন্য সম্ভাব্য সবধরনের চেষ্টাই করছি আমি।’ মিয়ামি ওপেনে খেলার প্রচ- ইচ্ছে ছিল শারাপোভার। সেটা জানেন টুর্নামেন্টের ডিরেক্টর জেমস ব্ল্যাকও। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি জানি এ বছর খেলার জন্য সে কতটা আগ্রহী ছিল। তাই শেষ পর্যন্ত খেলতে না পেরে সে যে কতটা হতাশ সেটাও আমি খুব ভাল করে উপলব্ধি করতে পারছি। তবে চোট তো খেলারই অংশ। তাই আমরা আশাকরি খুব দ্রুতই সুস্থ হয়ে আবারও কোর্টে ফিরবে শারাপোভা। মিয়ামি ওপেন টেনিস টুর্নামেন্টের সবধরনের প্রস্তুতিই সম্পন্ন। আমরা এখন বিশ্বমানের আরও একটি ইভেন্ট উপহার দেয়ার জন্য চেষ্টা করছি।’ নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ সময় বিরতির পর গত বছরেই কোর্টে ফিরেন মারিয়া শারাপোভা। কিন্তু কোর্টে ফেরার পর আর স্বরূপে ফিরতে পারেননি রাশান তারকা। এ বছরেও নিষ্প্রভ রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। সর্বশেষ ইন্ডিয়ান ওয়েলসেও বাজে পারফর্ম করেছেন তিনি। ইন্ডিয়ান ওয়েলসের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন শারাপোভা। তাও আবার জাপানের নাওমি ওসাকার কাছে হার মানেন তিনি। সেই ম্যাচে জাপানের নাওমি ওসাকা ৬-৪ এবং ৬-৪ গেমে হার মানেন পাঁচ গ্র্যান্ডস্লামের মালিক মারিয়া শারাপোভা।
×