ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেমিফাইনালে ম্যানইউ-টটেনহ্যাম

প্রকাশিত: ০৫:৫৩, ১৯ মার্চ ২০১৮

সেমিফাইনালে ম্যানইউ-টটেনহ্যাম

স্পোর্টস রিপোর্টার ॥ এফএ কাপে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার। দুর্দান্ত খেলেই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। শনিবার রাতে নিজেদের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে জোশে মরিনহোর দল ২-০ গোলে পরাজিত করেছে ব্রাইটনকে। এর আগে টটেনহ্যাম হটস্পার ৩-০ গোলে সোয়ানসিকে হারিয়ে এফএ কাপের শেষ চারের টিকেট নিশ্চিত করে। ওল্ডট্র্যাফোর্ডে এদিন শুরু থেকেই দুর্দান্ত খেলে ম্যানইউ। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৭ মিনিট পর্যন্ত। মাতিকের দারুণ ক্রস থেকে হেড দিয়ে বল জালে পাঠান রোমেলু লুকাকু। এর ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে এ্যাশলে ইয়ংয়ের ক্রস থেকে গোল ব্যবধান দ্বিগুণ করেন মাতিক। ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা আরও আগেই হাতছাড়া করে ফেলেছে অলরেডরা। তাই এফএ কাপই এখন মরিনহোর শিষ্যদের একমাত্র ভরসা। তাই গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টকেই টার্গেট করেছে জোশে মরিনহোর দল। খেলছেও দুর্দান্ত। এখন পর্যন্ত এফএ কাপে প্রতিপক্ষের কোন গোলই হজম করেনি স্পেশাল ওয়ানের শিষ্যরা। ২০১৬ সালে এফএ কাপে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দুই মৌসুম পর আবারও শিরোপা জয়ের হাতছানি ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেডের। দিনের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার খুব সহজেই পরাজিত করেছে সোয়ানসি সিটিকে। এই ম্যাচে জোড়া গোল করেন ক্রিস্টিয়ান এরিকসেন। দলের হয়ে বাকি গোলটি করেন এরিক লামেলা। দারুণ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট কেটে উচ্ছ্বসিত টটেনহ্যামের খেলোয়াড়রা। এদিকে চলতি মৌসুমে পশ্চিম লন্ডনের দল চেলসির পারফর্মেন্সের ধারাবাহিকতা লক্ষ্য করা যায়নি। শুরু থেকেই বাজে পারফর্ম করছে এ্যান্তনিও কন্টের শিষ্যরা। তবে দলীয় পারফর্মেন্সে নিষ্প্রভ থাকলেও ব্যক্তিগত পারফর্মেন্সে ঠিকই আলো ছড়িয়েছেন ক্লাবটির বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড। নিজেকে ঠিকই প্রমাণ করেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। এবারের মৌসুমে প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে প্রতিপক্ষের জালে করেছেন ১১ গোল। শুধু তাই নয়, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিন গোল। ইংলিশ প্রিমিয়ার লীগে এখন সবার ওপরে রয়েছে ম্যানচেস্টার সিটি। টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে রয়েছে চেলসি। যে কারণে শিরোপার দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। জোশে মরিনহো ও পরবর্তীতে এন্টনিও কন্টের অধীনে গত মৌসুমে শিরোপা জয়ী দলে থেকে হ্যাজার্ড সবমিলিয়ে চেলসির হয়ে ৩০ গোল করেছেন। ২০১৫ সালে সাবেক এই লিলি খেলোয়াড় পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ও মনোনীত হয়েছিলেন। সাম্প্রতিক সময়ে স্প্যানিশ লা লিগার চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদে তার যাওয়া নিয়ে বেশ জোর গুজব শুরু হয়েছে। হ্যাজার্ড নিজেও এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। যদিও স্টোক মিডফিল্ডার এ্যাডাম বিশ্বাস করেন বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে চেলসি ছাড়ার কথা চিন্তাই করা উচিত না হ্যাজার্ডের। লা লিগায় তার খেলার কোন নিশ্চয়তা নেই। ২০১২ সালে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ফ্রেঞ্চ লীগ ওয়ানের দল লিলি থেকে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে চেলসিতে যোগ দিয়েছিলেন হ্যাজার্ড। প্রিমিয়ার লীগে আধিপত্য দেখালেও চেলসির হয়ে এখনও তার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতা হয়নি। গত মৌসুমে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনাল খেলেছিলেন তিনি। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে পশ্চিম লন্ডনের ক্লাব আর্সেনালের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল তার দল।
×