ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লাওসে যাবার আগে আজ থাইল্যান্ড যাবে দল, সেখানে দুটি স্থানীয় ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজরা, ২৫ মার্চ যাবে লাওসে, ২৭ মার্চ লাওসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, কাতার-ফেরত দল থেকে ;###;বাদ চার ফুটবলার, অন্তর্ভুক্ত আবাহনীর আট ফুটবলার

এবার লাওস মিশনে জাতীয় ফুটবল দল

প্রকাশিত: ০৫:৫৩, ১৯ মার্চ ২০১৮

এবার লাওস মিশনে জাতীয় ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ ভুটান-লজ্জার দীর্ঘ ১৭ মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২৭ মার্চ লাওসের বিপক্ষে তারা খেলবে ফিফা প্রীতি ম্যাচে। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে থাইল্যান্ডে যাবে জাতীয় ফুটবল দল। সেখানে অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে। একটি ২১ মার্চ রাচাবুড়ি ফল এফসির বিপক্ষে। অপরটি ২৩ মার্চ ব্যাংকক গ্লাস এফসির বিপক্ষে। এরপর ব্যাংকক থেকে ২৫ মার্চ দল যাবে লাওসে। এ উপলক্ষে রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় দলের কোচ এ্যান্ড্রু অর্ড, ম্যানেজার সত্যজিৎ দাস রূপু, জাতীয় দলের ফুটবলার ফয়সাল মাহমুদ এবং বাফুফের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত। ফিফা র‌্যাঙ্কিংয়ে লাওসের অবস্থান ১৮৩ নম্বরে। আর বাংলাদেশ ১৯৭তে। তারপরও লাওসকে হারানোর স্বপ্ন দেখছেন অর্ড-ফয়সাল। অর্ড বলেন, ‘কাতারে জাতীয় দলের প্রস্তুতিতে বেশ খুশি। এর আগে তাদের নিয়ে বিকেএসপিতে কাজ করেছি। কাতারে অন্য লেভেলে নেয়ার চেষ্টা করেছি। সবাই অনেক উন্নতি করেছে। আমি পুরোপুরি সন্তুষ্ট তাদের ডেডিকেশনে। আমরা সবাই মিলে যত বেশি হার্ডওয়ার্ক করা যায় করেছি। তারা অভ্যস্ত হয়েছে প্রায়। এখন আবাহনীর খেলোয়াড়রা দলে যোগ দিয়েছে। তারা দলকে আরও সমৃদ্ধ করবে। ভালমানের কিছু খেলোয়াড় আছে। তারে ভিন্ন খেলার স্টাইল আছে। ট্যাকটিস আছে। তাই চ্যালেঞ্জটা হবে তাদের সবাইকে একই লেভেলে নেয়া। থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ আছে। আমি বিশ্বাস করি লাওসের চেয়ে কঠিন পরীক্ষা হবে। লাওসের দলটা ভাল। ফ্রেন্ডলি ম্যাচ হলেও তারা ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামবে।’ ফয়সাল মাহমুদ বলেন, ‘বিকেএসপির পর আমরা কাতারে গেছি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছেÑ ফিটনেস ঠিক করার পাশাপাশি কোচিং স্টাফরা খাদ্যাভ্যাস আমূল বদলে দেবার চেষ্টা করেছেন। এর আগে দেখা গেছে বিগত আন্তর্জাতিক ম্যাচে আমরা বেশি গোল খেয়েছি সেট পিস থেকে। অনুশীলনে সেট পিসের ওপরে খুব বেশি জোর দেয়া হয়েছে। এছাড়া রক্ষণ নিয়েও কোচ অনেক কাজ করেছেন। আশা করছি লাওসের বিপক্ষে আমরা জয়লাভ করব।’ আর কিছুদিন পরেই বাংলাদেশ খেলবে সাফ চ্যাম্পিয়নশিপে। তবে কোচ সাফ নিয়ে ভাবিত নন, ‘সাফ নিয়ে আপাতত ফোকাস করছি না। আমরা লাওস ম্যাচ নিয়েই এগোচ্ছি। আমরা লাওসে ভাল করলে সবাই সামনের দিকে এগোব।’ ফয়সাল বলেন, ‘নব্বই মিনিটে আমরা যদি গোল না খাই তাহলে আমরা একটা দুটা গোল করতে পারব। এই অর্থে বলছি যেÑ সিলি মিসটেকে আমরা আন্তর্জাতিক ম্যাচে হেরে আসছি। খেলার শুরুতে গোল খেয়ে আসছি। পরে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়।’ থাইল্যান্ড যাওয়ার আগে অর্ড ২৩ সদস্যের দল ঘোষণা করবেন। দেশ স্বাধীন হবার পরের বছরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জন্ম। সেই থেকে আজ পর্যন্ত যা হয়নি এবার সেটাই হয়েছে। অতীতে দেখা গেছে জাতীয় দল গঠন করে তাদের অনুশীলন করানো হয়েছে ঢাকা বা বিকেএসপিতে। এবারও সেটা হয়েছে। কিন্তু তার সঙ্গে যোগ হয়েছে নতুন আরেকটি দিক, সেটা হলো এই প্রথমবারের মতো লাল-সবুজবাহিনী নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অনুশীলন করেছে বিদেশের মাটিতে। বিষয়টিতে নতুনত্ব এখানেই। সেই প্রক্রিয়াটাই শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি। বিমানযোগে কাতারের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৪-১৫ সেপ্টেম্বর পর্যন্ত ‘সাফ চ্যাম্পিয়নশিপে’র খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতির জন্য আগামী ২৭ মার্চ লাওসে অনুষ্ঠিত ‘ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ফুটবল ম্যাচে’র খেলায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল অংশ নিবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল উন্নত প্রশিক্ষণের জন্য ২৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত সপ্তাহ দুয়েক কাতারে অবস্থান করে কন্ডিশনিং ক্যাম্পের জন্য। ১৫ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার ভোরে দলটি বিমানযোগে ঢাকায় ফেরে। অর্ড কাতার সফরে নেন ২৪ ফুটবলার। যাদের প্রাথমিক তালিকায় রেখে প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলন শুরু করেছিলেন তিনি, তাদের মধ্য থেকে কয়েকজনকে বাদ দিয়েছেন ইতোমধ্যেই। কাতারে যাওয়া দল থেকে বাদ পড়েছেন সুশান্ত ত্রিপুরা, সাদ্দাম হোসেন এ্যানি, মাহফুজুর রহমান প্রীতম ও রহিম উদ্দীন। আর ঢাকা আবাহনী থেকে দলে যোগ দিয়েছেন শহীদুল আলম সোহেল, মামুন মিয়া, টুটুল হোসেন বাদশা, নাসির উদ্দীন, ওয়ালী ফয়সাল, সোহেল রানা, সাদ উদ্দিন ও নাবিব নেওয়াজ জীবন।
×