ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিসরীয় স্ট্রাইকারের চার গোলে বিধ্বস্ত ওয়ার্টফোর্ড, টোরেসের রেকর্ডকে ছাড়িয়ে গেলেন ২৫ বছরের তরুণ, বোর্নমাউথ, ক্রিস্টাল প্যালেস, এভারটনের জয়

ইতিহাসের পাতায় সালাহ

প্রকাশিত: ০৫:৫৩, ১৯ মার্চ ২০১৮

ইতিহাসের পাতায় সালাহ

স্পোর্টস রিপোর্টার ॥ চেলসি-রোমা ঘুরে গত বছরেই লিভারপুলে যোগ দেন মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লীগের (ইপিএল) অন্যতম সেরা ক্লাব লিভারপুলের জার্সিতে যোগ দেয়ার পর থেকেই আলো ছড়াচ্ছেন ২৫ বছরের এই তরুণ। ২০১৭-১৮ মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলা মোহাম্মদ সালাহ শনিবার ওয়াটফোর্ডের বিপক্ষেও প্রমাণ করলেন কেন তিনি সময়ের সেরা ফুটবলারদের একজন। ওয়াটফোর্ডের বিপক্ষে একাই চার গোল করলেন তিনি। শুধু তাই নয়, সতীর্থ রবার্তো ফিরমিনোকে দিয়ে করিয়েছেন আরও একটি। আর তাতেই জার্গেন ক্লপের দল এদিন ৫-০ গোলে বিধ্বস্ত করে তুলনামূলক খর্বশক্তির দল ওয়াটফোর্ডকে! ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার লিভারপুল ছাড়াও জয়ের স্বাদ পেয়েছে বোর্নমাউথ, ক্রিস্টাল প্যালেস এবং এভারটন। ওয়াটফোর্ডের বিপক্ষে দুই অর্ধে সমান দুটি করে গোল করেন লিভারপুলের মিসরীয় স্ট্রাইকার সালাহ। ম্যাচের প্রথমার্ধের ৪ মিনিটে প্রথম ও ৪৩ মিনিটে করেন দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে হ্যাটট্রিক করার পর ৮৫ মিনিটে ব্যক্তিগত চতুর্থ আর দলের পঞ্চম গোলটি করেন সাবেক চেলসির এই তারকা ফরোয়ার্ড। ৪৯ মিনিটে রবার্তো ফিরমিনোর গোলটিও আসে সালাহর ক্রস থেকে। এই ম্যাচে প্রতিপক্ষের জালে চারবার বল জড়ানোর ফলে লিভারপুলের জার্সিতে সবধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে সালাহর গোলসংখ্যা এখন ৩৬। অলরেডদের হয়ে অভিষেক মৌসুমে যা সর্বোচ্চ গোলের রেকর্ড। এদিন তিনি ছাড়িয়ে যান এক দশক আগে গড়া ফার্নান্দো টোরেসের রেকর্ডকে। ২০০৭-০৮ মৌসুমে লিভারপুলের হয়ে অভিষেক মৌসুমেই ৩৩ গোল করেছিলেন স্প্যানিশ স্ট্রাইকার। শুধু প্রিমিয়ার লীগেই সালাহ’র গোল এখন ২৮টি। এখানেও সালাহর সামনে নতুন রেকর্ড গড়ার হাতছানি। ইপিএলে আফ্রিকান ফুটবলার হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন দিদিয়ের দ্রগবা। ২০০৯-১০ মৌসুমে আইভরিকোস্টের এই তারকা ফুটবলার চেলসির হয়ে করেছিলেন ২৯ গোল। দ্রগবাকে ছাড়িয়ে যাওয়াটা সালাহ’র এখন কেবলই সময়ের ব্যাপার। মিসরের প্রথম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লীগে হ্যাটট্রিকের রেকর্ডটাও নিজের করে নিলেন সালাহ। আরেকটি অবাক করা তথ্য হলো, সালাহ’র চার গোল এদিন ঠিক চার শট থেকেই এসেছে। তার আগে ২০০৯ সালের এপ্রিলে এমন কীর্তি গড়েছিলেন আন্দ্রে আর্শাভিন। সেটাও এই এ্যানফিল্ডেই। আর ২০১৩ সালের ডিসেম্বরে লিভারপুলের হয়ে শেষ কোন খেলোয়াড় হিসেবে প্রতিপক্ষের জালে চারবার বল জড়ানোর দৃষ্টান্ত স্থাপন করেছিলেন লুইস সুয়ারেজ। উরুরগুইয়ান স্ট্রাইকারের পর সেই কীর্তি গড়লেন এবার সালাহ। প্রিমিয়ার লীগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থানটাও দখল করে নিলেন সালাহ। সর্বোচ্চ ২৮ গোল করার পাশাপাশি তার এ্যাসিস্টের সংখ্যা ৯টি। ২৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যারি কেন। ইনজুরির কারণে ইতোমধ্যেই ছিটকে পড়া টটেনহ্যাম হটস্পারের ইংলিশ স্ট্রাইকারের সালাহকে ধরাটা এখন প্রায় অসম্ভবই বলা চলে। ম্যাচ শেষে প্রিয় শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ জার্গেন ক্লপ। এ বিষয়ে অলরেডদের কোচ বলেন, ‘যে পাঁচ গোলে সালাহ জড়িত ছিল তা ছিল সত্যিই অসাধারণ। কিন্তু নিজে চার গোল করা আসলেই অসাধারণ ব্যাপার। তার গোল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করছি আন্তর্জাতিক বিরতি শেষে সবাই সুস্থ হয়ে দলে ফিরবে।’ এমন পারফর্মেন্সে সালাহ নিজেও খুব সন্তুষ্ট। ম্যাচের শেষে সাবেক চেলসির এই স্ট্রাইকার বলেন, ‘প্রতি ম্যাচেই আমরা তিন পয়েন্ট জয় করতে চাই। কিন্তু প্রতি ম্যাচে আমি গোলও করতে চাই সেই সঙ্গে দলকে সহযোগিতা করতে চাই।’ ওয়াটফোর্ডকে বড় ব্যবধানে হারিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানটিকে আরও সুসংহত করল লিভারপুল। ৩১ ম্যাচ থেকে তাদের সংগ্রহে এখন ৬৩ পয়েন্ট। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮১। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের দখলে ৬৫ পয়েন্ট।
×