ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তবু দলে আছেন রাবাদা

প্রকাশিত: ০৫:৫২, ১৯ মার্চ ২০১৮

তবু দলে আছেন রাবাদা

স্পোর্টস রিপোর্টার ॥ অসদাচরণের দায়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে চলমান টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচে নিষিদ্ধ কাগিসো রাবাদা। শাস্তির বিরুদ্ধে প্রোটিয়া তারকা পেসার যে আপীল করেছেন আজই তার শুনানি হওয়ার কথা। তবে তাকে নিয়েই বৃহস্পতিবার কেপটাউনে শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। চার ম্যাচের সিরিজ ১-১এ চলমান। ওদিকে ইনজুরি-ফিটনেসের অভাবে তৃতীয় টেস্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ডেল স্টেইন। যার অর্থ, সিরিজের চতুর্থ ও শেষ টেস্টটাই হতে যাচ্ছে তুখোড় এই ফাস্ট বোলারের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। আচরণবিধি ভঙ্গের কারণে এই নিষেধাজ্ঞা পেয়েছেন রাবাদা। লেভেল-টু ধরনের আচরণবিধি ভেঙ্গেছেন প্রোটিয়া পেসার। ঘটনাটা পোর্ট এলিজাবেথ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৫২তম ওভারে। অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথকে আউট করার পর তার গায়ে লাগে রাবাদার কাঁধ। তাতেই ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে রাবাদার নামের পাশে। আগেও পেয়েছিলেন ডিমেরিট পয়েন্ট। সবমিলিয়ে ৮ ?ডিমেরিট পয়েন্ট পাওয়ায় রাবাদাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
×