ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অথচ ধোনিই নেই এ ক্যাটাগরিতে

প্রকাশিত: ০৫:৫২, ১৯ মার্চ ২০১৮

অথচ ধোনিই নেই এ ক্যাটাগরিতে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলা বাগধারাটির প্রয়োগ তার জীবনে এত সফলভাবে হবে তা কি ভেবেছিলেন ভারতের সাবেক ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি? সম্ভবত না। এতদিন বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির ক্যাটাগরি ছিল ‘এ’, ‘বি’ এবং ‘সি’। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে ‘এ+’ ক্যাটাগরি। এতে বর্তমান অধিনায়ক কোহলির জায়গা হলেও জায়গা হয়নি ধোনির। অথচ এই দুই তারকাই বোর্ডের সঙ্গে দেন-দরবার করে ‘এ+’ ক্যাটাগরি যুক্ত করেছিলেন। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকায় যুক্ত হয়েছে ২৬ জন ক্রিকেটার। বিরাট কোহালি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরাহ রয়েছেন ‘এ+’ এ। যার মূল্য ৭ লাখ রুপী। কিন্তু এই ক্যাটাগরিতে জায়গা হয়নি ধোনির মতো তারকার। তার জায়গা হয়েছে ক্যাটাগরি ‘এ’তে। বিসিসিআইয়ের কমিটি অব এ্যাডমিনিস্ট্রেটর্সের প্রধান বিনোদ রাই বলেছেন, ‘ক্রিকেটাররাই এই ‘এ+’ বিভাগের কথা বলেছিলেন। তা নিয়ে আমরা ধোনি আর কোহলির সঙ্গে আলোচনা করেছিলাম। ওরাই বলেছিল একটা বিভাগ থাকা উচিত যেটা বিশ্বমানের ক্রিকেটারদের জন্য। যেসব ক্রিকেটার তিন ফরমেটেই খেলে থাকে তাদের জন্য।’ বিনোদ রাইয়ের মতে, এটা এমন একটা বিভাগ যেখানে কোন ক্রিকেটারই স্ট্যাটিক নন। আর ভারতীয় দলের শীর্ষ পারফর্মাররা থাকবেন। এই বিভাগে জায়গা পাওয়াটা ক্রিকেটারদের জন্য পুরস্কারের মতো। যে পারফর্ম করবে সে এই তালিকায় ঢুকে পড়বেন। এই কেন্দ্রীয় চুক্তির টাকা অনেকটাই এক লাফে বেড়ে যাওয়ায় লাভ হয়েছে দেশটির ঘরোয়া ক্রিকেটারদের। যারা বছরে ১০-১২ লাখ রুপী পেতেন; এখন তারা পাচ্ছেন ২০-২২ লাখ করে।
×