ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ক্রিকেট লীগ ॥ খেলাঘর ও গাজী গ্রুপও সুপার লীগে

শান্তর অপরাজিত ১৫০ রানে আবাহনীর বড় জয়

প্রকাশিত: ০৫:৫২, ১৯ মার্চ ২০১৮

শান্তর অপরাজিত ১৫০ রানে আবাহনীর বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) সুপার লীগে উঠেছে খেলাঘর সমাজকল্যাণ সমিতি ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। আবাহনী লিমিটেড, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের পর খেলাঘর ও গাজী গ্রুপ সুপার লীগে ওঠে। রবিবার লীগের এগারতম রাউন্ডের খেলায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২ উইকেটে হারিয়ে সুপার লীগে ওঠে খেলাঘর। একইদিন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪ উইকেটে জিতে শেষ পর্যন্ত সুপার লীগে খেলা নিশ্চিত করে গাজী গ্রুপ। আর শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫৬ রানে হারিয়ে শীর্ষস্থান অক্ষুণœ রাখে আবাহনী লিমিটেড। পাঁচটি দলের সুপার লীগে খেলা নিশ্চিত হয়ে গেছে। আজ আরেকটি দল উঠবে সুপার লীগে। আজ যদি ব্রাদার্সের বিপক্ষে শেখ জামাল জিতে তাহলে শেখ জামাল সুপার লীগে উঠবে। আর যদি হারে কলাবাগানের বিপক্ষে মোহামেডান জিতে; তাহলে মোহামেডান সুপার লীগে খেলবে। যদি শেখ জামাল ও মোহামেডান, দুই দলই হারে তখন শেখ জামাল, শাইনপুকুর ও প্রাইম ব্যাংকের মধ্যে একটি দল উঠবে সুপার লীগে। খেলাঘর-প্রাইম ব্যাংক ম্যাচ ॥ বিকেএসপিতে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে আগে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২৬১ রান করে প্রাইম ব্যাংক। আল-আমিন ৯৪ রানের ইনিংস খেলেন। মোহাম্মদ সাদ্দাম ৪ উইকেট নেন। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৬৩ রান করে জিতে খেলাঘর। অমিত মজুমদার ৭১, অশোক মেনারিয়া ৬৩ রান করেন। শরীফুল ইসলাম ৪ উইকেট নেন। এই ম্যাচটিতে জেতায় খেলাঘরের সুপার লীগে খেলা নিশ্চিত হওয়ার সঙ্গে প্রাইম ব্যাংকের সুপার লীগে খেলা ঝুলে গেছে। আজ যে তিনটি ম্যাচ হবে সেই ম্যাচগুলোর ওপরই প্রাইম ব্যাংকের সুপার লীগে খেলার ভাগ্য টিকে আছে। আজ ব্রাদার্সের বিপক্ষে শেখ জামাল অথবা কলাবাগানের বিপক্ষে মোহামেডান জিতলেই প্রাইম ব্যাংকের আর সুপার লীগে খেলা হবে না। গাজী গ্রুপ-প্রাইম দোলেশ্বর ম্যাচ ॥ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৮৬ রান করে প্রাইম দোলেশ্বর। ফজলে মাহমুদ সর্বোচ্চ ৬৫ রান করেন। ফাওয়াদ আলম নেন ৩ উইকেট। জবাব দিতে নেমে গাজী গ্রুপ ৬ উইকেট হারিয়ে ৩৮.৫ ওভারে ১৮৯ রান করে জিতে। মেহেদী হাসান ৫৯ রান করেন। জোহেব নেন ৫ উইকেট। এই ম্যাচটিতে জিতে গাজী গ্রুপ সুপার লীগে খেলা নিশ্চিত করে নিয়েছে। দলটি হারলে সুপার লীগে নাও খেলতে পারত। আর প্রাইম দোলেশ্বর তো আগেই সুপার লীগে খেলার টিকেট পেয়েছে। আবাহনী-শাইনপুকুর ম্যাচ ॥ ফতুল্লায় আগে ব্যাট করে এত বেশি রান স্কোরবোর্ডে যোগ করে আবাহনী তা টপকে জেতা শাইনপুকুরের জন্য কঠিনই ছিল। নাজমুল হোসেন শান্তর অপরাজিত ১৫০ ও সাইফ হাসানের ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৩৫ রান করে আবাহনী। জবাব দিতে নেমে ওপেনার ফারদিন হাসান অনি (১০৪) অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখান। কিন্তু অসুস্থ হয়ে রিটায়ার্ড হার্ট হয়ে যান। এরপর তৌহিদ হৃদয় (৮৩) ও সাদমান ইসলাম (৫৬) দুর্দান্ত ব্যাটিং করেন। কিন্তু ৩ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৭৯ রানের বেশি করতে পারেনি শাইনপুকুর। তাতে সুপার লীগে খেলার যে আশা ছিল শাইনপুকুরের তা ভেস্তে যাচ্ছে। স্কোর ॥ খেলাঘর-প্রাইম ব্যাংক ম্যাচ, প্রাইম ব্যাংক ইনিংস ॥ ২৬১/১০; ৪৯.৫ ওভার (আল-আমিন ৯৪, মেহরাব জুনিয়র ৩৭, নাহিদুল ২৮; সাদ্দাম ৪/৫৮)। খেলাঘর ইনিংস ॥ ২৬৩/৮; ৫০ ওভার (অমিত ৭১, মেনারিয়া ৬৩, রাফসান ৪০, মাসুম ৩৬*; শরীফুল ৪/৫০)। ফল ॥ খেলাঘর ২ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ অমিত মজুমদার (খেলাঘর)। গাজী গ্রুপ-প্রাইম দোলেশ্বর ম্যাচ, প্রাইম দোলেশ্বর ইনিংস ॥ ১৮৬/৯; ৫০ ওভার (মাহমুদ ৬৫, মার্শাল ২৮, ইমতিয়াজ ২৪; ফাওয়াদ ৩/৩৯)। গাজী গ্রুপ ইনিংস ॥ ১৮৯/৬; ৩৮.৫ ওভার (মেহেদী ৫৯, ফাওয়াদ ৪৬, জাকের ৩১*; জোহেব ৫/৩৪)। ফল ॥ গাজী গ্রুপ ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ মেহেদী হাসান (গাজী গ্রুপ)। আবাহনী-শাইনপুকুর ম্যাচ, আবাহনী ইনিংস ॥ ৩৩৫/৪; ৫০ ওভার (শান্ত ১৫০*, সাইফ ৯৪, নাসির ৪৫; সাইফউদ্দিন ২/৫০)। শাইনপুকুর ইনিংস ॥ ২৭৯/৩; ৫০ ওভার (অনি ১০৪, তৌহিদ ৮৩, সাদমান ৫৬; মাশরাফি ২/৩৫)। ফল ॥ আবাহনী ৫৬ রানে জয়ী। ম্যাচসেরা ॥ নাজমুল হোসেন শান্ত (আবাহনী)।
×