ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবিতে সহকর্মীকে লাঞ্ছনা ॥ বিভাগীয় চেয়াপার্সনকে অব্যাহতি

প্রকাশিত: ০৫:৪১, ১৯ মার্চ ২০১৮

ঢাবিতে সহকর্মীকে লাঞ্ছনা ॥ বিভাগীয় চেয়াপার্সনকে  অব্যাহতি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সহকর্মীকে শারীরিক লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারপার্সন ড. মেজবাহ-উল-ইসলামকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। এদিকে, বিভাগটির চেয়ারপার্সন হিসেবে সাময়িকভাবে দায়িত্ব দেয়া হয়েছে কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মোঃ দেলোয়ার হোসেনকে। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যানকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একাডেমিক বিষয় দেখার জন্য কলা অনুষদের ডিনকে দায়িত্ব দেয়া হয়েছে।’ গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলামকে নিজ কক্ষে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীরা রবিবার সকালে বিশ^বিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে। মানববন্ধন শেষে এ ঘটনার বিচারসহ দুই দফা দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবির মধ্যে ছিল- বিভাগের সব ধরনের কার্যক্রম থেকে চেয়ারপার্সন ড. মেজবাহ-উল-ইসলামকে অব্যাহতি প্রদান ও ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে তদন্ত কমিটি গঠন করা।
×