ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার শর্ত পূরণ হলে নির্বাচনে যাবে বিএনপি ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৪১, ১৯ মার্চ ২০১৮

চার শর্ত পূরণ হলে নির্বাচনে যাবে বিএনপি ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ চার শর্ত পূরণ হলে বিএনপি নির্বাচনে যাবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই চার শর্তের কথা জানান। শর্তগুলো হচ্ছে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির নির্বাচনে অংশ গ্রহণ, নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা। রিজভী বলেন, আওয়ামী লীগ নেতাদের কথায় মনে হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের মাস্টারপ্ল্যান চূড়ান্ত। জাল জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করে মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাবন্দী করে রাখা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়া সেই মাস্টারপ্ল্যানেরই অংশ। কীভাবে আরেকটি ভোটারবিহীন নির্বাচন মঞ্চস্থ করা যায় সেই আয়োজনে তারা এখন ব্যস্ত রয়েছেন। রিজভী বলেন, ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন আর এদেশে করতে দেয়া হবে না। নির্বাচন নিয়ে ছিনিমিনি করলে কাঁটাতারের বেড়া নয় চীনের প্রাচীরের ন্যায় প্রতরোধ গড়ে তোলা হবে। বিএনপি একতরফা ভাগাভাগির নির্বাচন কেবল প্রত্যাখ্যান নয় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের ধাক্কায় গুঁড়িয়ে দেবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে ধোকা দেয়ার বিদ্যা ভাল করেই জানে। তারা আত্মসম্মানহীন প্রতারক। জনগণের সঙ্গে প্রতারণা করাই আওয়ামী লীগের রাজনৈতিক ইশতেহার’। বিএনপির মুখপাত্র বলেন, পিঠা ভাগের মতো সংসদীয় আসনের সিংহভাগ আওয়ামী লীগ নিজেদের কব্জায় রেখে বাকি স্বল্পসংখ্যক আসন অন্যদলকে ভাগ দেয়ার কথা শোনা যাচ্ছে। এটাই নির্বাচনহীন একদলীয় শাসনের নমুনা। ওবায়দুল কাদেরের কথায় যে আনুষ্ঠানিকতার কথা বলা হয়েছে সেটা কী তারই আলামত? আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, আসন ভাগাভাগির বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে গেছে। যতই ষড়যন্ত্র করেন না কেন, যতই ভাগাভাগি করেন না কেন, বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন এদেশের জনগণ হতে দেবে না। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার সমাবেশ করার প্রস্তুতি নিয়েছি। কিন্তু এখনও পুলিশের অনুমতি পাইনি। আমরা অপেক্ষা করে আছি শেষ মুহূর্তে অনুমতি দেয়া হয় কি না। অনুমতি পেলে সঙ্গে সঙ্গেই মঞ্চ নির্মাণ ও অন্যান্য কাজ করতে পারব। আমরা পুলিশের দিকে তাকিয়ে আছি। তবে গণপূর্ত অধিদফতর আমাদের বলেছে, পুলিশের অনুমতি সাপেক্ষে তারা মাঠ দিয়ে দেবে, তাদের কোন অসুবিধা নেই। রিজভী বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ কাজী আলাউদ্দিন সাতক্ষীরায় নি¤œ আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে জেলহাজতে প্রেরণ করা হয়। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করছি। তিনি বলেন, খুলনা জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম মোড়লকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা মনে করি কে বা কারা তাকে উঠিয়ে নিয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাব অবিলম্বে তাকে খুঁজে বের করে জনসমক্ষে হাজির করার জন্য। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিরেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। খালেদার মুক্তির দাবিতে ছাত্রদলের ২ দিনের কর্মসূচী ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুদিনের কর্মসূচী ঘোষণা করেছে ছাত্রদল। রবিবার সংগঠনটির দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে ২৪ মার্চ রাজধানী ঢাকা ছাড়া দেশের সকল থানা, পৌর কলেজসমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং আগামী ২৫ মার্চ দেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ইউনিটসমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
×