ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ রাষ্ট্রপতি গাজীপুরে যাচ্ছেন

প্রকাশিত: ০৫:৪১, ১৯ মার্চ ২০১৮

আজ রাষ্ট্রপতি গাজীপুরে যাচ্ছেন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দুদিনের সফরে সোমবার গাজীপুরে আসছেন। তিনি ১৯৭১ সালের ১৯ মার্চ পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধে অংশগ্রহণকারী বীর ও শহীদদের স্মরণে নাগরিক গণসংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান, কারা সপ্তাহ উদ্বোধন ও ডুয়েটের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি দুদিনের সফর শেষে ফিরে যাওয়ার ১৫ দিন পর আগামী ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে আসছেন। গাজীপুরে রাষ্ট্রপতির দুদিনের সফর উপলক্ষে রবিবার সকালে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ১৯ মার্চ স্বাধীনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৯ মার্চ স্বাধীনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বক্তব্য রাখেন। জেলা প্রশাসক জানান, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দুদিনের সফরে ১৯ মার্চ বিকেলে হেলিকপ্টারযোগে গাজীপুর পৌঁছবেন। বিকেল ৩টায় তাকে গাজীপুর সার্কিট হাউসে গার্ড অব অনার দেয়া হবে। বিকেল ৪টায় তিনি ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধে অংশগ্রহণকারী বীর ও শহীদদের স্মরণে নাগরিক গণসংবর্ধনা এবং আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শহরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ১৯ মার্চের হাইকমান্ড, এ্যাকশন কমিটি, শহীদ ও আহতদের মধ্যে ২১ জনকে সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক নৃত্য ও কোরাস পরিবেশনা করা হবে। ১৯ মার্চ স্বাধীনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধের সংগঠক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রাষ্ট্রপতি গাজীপুর সার্কিট হাউসে রাত যাপন করবেন। পরদিন (মঙ্গলবার) কারা সপ্তাহ ২০১৮-এর উদ্বোধন উপলক্ষে দুপুর ১২টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করবেন। এ সময় তিনি বেলুন উড়িয়ে কারা সপ্তাহ উদ্বোধন করবেন এবং সেরা কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার প্রদান করবেন। একইদিন বিকেল ৩টায় রাষ্ট্রপতি গাজীপুরস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি গ্রাজুয়েটদের ডিগ্রী প্রদান ও তাদের মাঝে সনদ করবেন।
×