ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেয়া কসমেটিকের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত: ০৪:২৮, ১৯ মার্চ ২০১৮

কেয়া কসমেটিকের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকসের এক উদ্যোক্তা পরিচালকের কাছে থাকা শেয়ার থেকে প্রায় আড়াই কোটি শেয়ার বিক্রি করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক আব্দুল খালেক পাঠানের কাছে কোম্পানিটির ৩৩ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার ৫১০টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি ২ কোটি ৪৩ লাখ শেয়ার বিক্রি করবেন। জানা গেছে, এ উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন। -অর্থনৈতিক রিপোর্টার দিনাজপুরে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ প্রতিবন্ধীসহ ৬৬ জনের মধ্যে দিনাজপুরে সুদ মুক্ত ১০ লাখ ২৫ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। শনিবার জাতির পিতা বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সকালে পৌরসভার ৪টি ওয়ার্ডের প্রতিবন্ধীসহ ৬৬ জনের হাতে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণের ১০ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়। জেলা সমাজসেবার উপ-পরিচালক স্টিফেন মুর্মুর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর সমাজসেবা প্রকল্পের সহ-সভাপতি বজলুল হক ও আব্দুর রহমান বকুল, যুগ্ম সম্পাদক কামরুল হুদা হেলাল, পরিষদের কর্মকর্তা আলেয়া বেগম স্বপ্না, মনোয়ারা সানু, ছবি সিনহা ও রফিকুল ইসলাম শাহ, সমাজ সেবার সহকারী পরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম। পরে জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। -স্টাফ রিপোর্টার, দিনাজপুর
×