ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এক হাজার রিক্সাচালক বীমার আওতায় আসছে

প্রকাশিত: ০৪:২৬, ১৯ মার্চ ২০১৮

এক হাজার রিক্সাচালক বীমার আওতায় আসছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বাধীনতা দিবস উপলক্ষে এক হাজার রিক্সাচালককে বিনা প্রিমিয়ামে বীমার আওতায় আনা হচ্ছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)’র পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। রবিবার আইডিআরএ’র চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী সাংবাদিক সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টস ফোরাম (আইআরএফ)-এর সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান। আইডিআরএ চেয়ারম্যান জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর এক হাজার রিক্সাচালককে বিনা প্রিমিয়ামে বীমার আওতায় আনা হবে। আইডিআরএ’র কর্মকর্তা-কর্মচারীরা প্রিমিয়ামের টাকা দিবেন। তাদের মার্চ মাসের বেতন থেকে ১ দিনের সমপরিমাণ টাকা রিক্সাচালকদের বীমার প্রিমিয়ামের জন্য দান করা হয়েছে। তিনি আরও জানান, প্রত্যেক রিক্সাচালকে এক বছরের জন্য মাত্র ৭৫ টাকা প্রিমিয়াম দিয়ে বীমা করতে হবে। এই এক হাজার জনের প্রিমিয়ামের টাকা আইডিআরএ থেকে পরিশোধ করা হবে। বীমার প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি। বীমার সুবিধা হিসেবে শফিকুর রহমান পাটোয়ারী জানান, এক বছরের মধ্যে বীমার আওতায় আসা রিক্সাচালক যদি দুর্ঘটনায় মারা যান, তবে তার পরিবার এক লাখ টাকা পাবেন। আর বড় কোন দুর্ঘটনার শিকার হলে আঘাতের ধরণ বুঝে ২৫ হাজার, ৫০ হাজার এবং ৭৫ হাজার টাকা বীমা দাবি পরিশোধ করা হবে। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, আইডিআরএ সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ, আইআরএফ সভাপতি গোলাম সামদানী, সাধারণ সম্পাদক গাযী আনোয়ারুল হক, অর্থ সম্পাদক রহিম শেখ।
×