ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এশিয়ান গেমস হকি

বাংলাদেশ পেরোতে পারল না ওমানবাধা

প্রকাশিত: ০৭:৫৭, ১৮ মার্চ ২০১৮

বাংলাদেশ পেরোতে পারল না ওমানবাধা

রুমেল খান ॥ ওমানের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সের টার্ফে ফাইনাল খেলা শুরুর আগ পর্যন্ত দুটি দলই অপরাজিত ছিল। তবে রানার্সআপ হওয়া দলটিকে যে হারতেই হবে। আর অদৃৃৃৃষ্টের কি পরিহাস, সেই পরাজিত দলটিই কি না হলো বাংলাদেশ! এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ফাইনালে শনিবার রাতে বাংলাদেশ জাতীয় হকি দল ফেভারিট হয়েও বাধ্য হলো হারের তিক্ত স্বাদ পেতে। তাদের ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো স্বাগতিক ওমান। অথচ র‌্যাংকিংয়ে ওমানের চেয়ে (৩২) দু’ধাপ এগিয়ে বাংলাদেশ (৩০)। কিন্তু মাঠের খেলায় যে ওসব র‌্যাংকিং যে স্রেফে পরিসংখ্যান, সেটাই যেন প্রমাণ করে দিল ওমান। ম্যাচে বাংলাদেশ সমানতালে লড়াই করলেও গোল করার সুযোগগুলো কাজে লাগাতে পারেনি, যেগুলো কাজে লাগিয়ে বাজিমাত করে স্বাগতিক দল। ম্যাচের প্রথম এবং চতুর্থ (শেষ) কোয়ার্টারে কোন দলই গোল করতে পারেনি। গোল দুটি হয় দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে। ২৮ মিনিটে আল ফজারি রাশেদের পেনল্টি কর্নারের গোলে এগিয়ে যায় ওমান (১-০)। এর তিন মিনিট পর বাংলাদেশের আক্ষেপ আরও বাড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ওমানের রজব বসিম খাতার (২-০)। এই গোলটি হয় পেনাল্টি স্ট্রোক থেকে। গোল শোধে মরিয়া হয়ে লাল-সবুজ বাহিনী একের পর এক আক্রমণ শাণায় বিপক্ষের গোল-সীমানায়। কিন্তু তাদের প্রতিটি আক্রমণই পর্যবসিত হয় ব্যর্থতায় ও একরাশ হতাশায়। অথচ এই আসরে বরাবরই বাংলাদেশের রেকর্ড উজ্জ্বল। প্রতিবারই চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখা হয়েছে লাল-সবুজ বাহিনীর। এবারই হলো ব্যতিক্রম। ফাইনালের আগে ‘এ’ গ্রুপে বাংলাদেশ ৫-০ গোলে থাইল্যান্ডকে, ৫-১ গোলে হংকংকে এবং ২৫-০ গোলে আফগানিস্তানকে হারায়। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে। সেমিতে ৩-২ গোলে হারায় শ্রীলঙ্কাকে। পক্ষান্তরে ওমান ‘বি’ গ্রুপে ওমান চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে, শ্রীলঙ্কাকে ৫-১ গোলে এবং কাজাখস্তানকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং শেষ চারে ওঠে। সেমিতে তারা থাইল্যান্ডে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশ টুর্নামেন্টে এ পর্যন্ত সবচেয়ে বেশি দলীয় গোল (৩৮) করে। আর সবচেয়ে কম গোলও (৫) হজম করে (সবচেয়ে বেশি গোল হজম করে আফগানিস্তান, ৬৭টি)। আর ওমান করে ২২ গোল, হজম করে ৪ গোল। কম গোল করেও যে চ্যাম্পিয়ন হওয়া যায়, আর বেশি গোল করেও যে শিরোপা জেতা যায় না, শনিবারের ফাইনালে সেটাই যেন দেখিয়ে দিল ওমান-বাংলাদেশ। উল্লেখ্য, ওমানের সঙ্গে সর্বশেষ সাক্ষাতে (ওয়ার্ল্ড হকি লীগে) বাংলাদেশ হেরেছিল ৫-৪ গোলে, তাও আবার নিজেদের টার্ফে। তবে শনিবারের ফাইনালের আগে সাম্প্রতিক পরিসংখ্যানের দিক দিয়ে পিছিয়ে ছিল বাংলাদেশই। আগের ৫ লড়াইয়ে ওমান জেতে তিনটিতে, আর বাংলাদেশ দুটিতে। সর্বশেষ ২০১৭ সালে বিশ্ব হকি লীগে বাংলাদেশে হেরেছিল ২-৩ গোলে। অবশ্য চ্যাম্পিয়ন হতেও না পারলেও দুঃখ পাবার কিছু নেই বাংলাদেশের। কেননা সেমিফাইনালে নাম লিখিয়ে আগেই এই আসরের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। কাজেই শনিবারের ফাইনালটি ছিল তাদের জন্য মর্যাদার লড়াই। আগামী ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে এশিয়ান গেমস হকি। ইন্দোনেশিয়ার টিকেট পেতে ওমানে লড়েছে ১২ দল। বাংলাদেশ, স্বাগতিক ওমান, সিঙ্গাপুর, চায়নিজ তাইপে, হংকং, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, ইরান এবং আজারবাইজানের সঙ্গে ছিল আরও দুটি দেশ। সর্বশেষ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ হয়েছিল ষষ্ঠ। এবার বাছাইপর্বে সেরা চারে থাকার চ্যালেঞ্জ ছিল মাহবুব হারুনের শিষ্যরা। ৫টি দল বাছাইপর্ব থেকে এশিয়ান গেমসে খেলার সুযোগ পাচ্ছে। আর বাংলাদেশ নিশ্চিতভাবেই আছে এই পাঁচটি দলের মধ্যে।
×