ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনা ॥ ২ ছাত্র নিহত

প্রকাশিত: ০৭:৫১, ১৮ মার্চ ২০১৮

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনা ॥ ২ ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় দু’জন আহত হয়। মতিঝিলে সড়কে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কদমতলীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত সদস্য আহত হয়েছে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়। সূত্র জানায়, যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিফাত (২০) ও জাহাঙ্গীর (২২) নামে দুই শিক্ষার্থীকে চাপা দেয়। এ সময় দু’জন আহত হয়েছে। আহতরা হচ্ছে মোটরসাইকেল চালক রাব্বী (২০) ও পথচারী আনিসুর (২৮)। নিহত রিফাত শাহিন কলেজে ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ছাত্র। আহত রাব্বী অন্য একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। নিহতদের বন্ধু রাজু জানান, শনিবার ভোরের দিকে মাওয়া থেকে তিন বন্ধু মোটরসাইকেলে তেজগাঁওয়ে বাসায় ফিরছিল। যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড়ের অংশে এলে আনিসুর নামে এক পথচারী রাস্তা পার হওয়ার সময় তার ওপর দিয়ে উঠিয়ে দেয়। এতে মোটরসাইকেল থেকে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিক্যালের হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। পরে জাহাঙ্গীরকে ঢামেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বাইরের একটি প্রাইভেট ক্লিনিকে নেয়া হয়। যাত্রাবাড়ী থানার এসআই মফিজ উদ্দিন জানান, আহত তিনজনের মধ্যে জাহাঙ্গীরের অবস্থা গুরুতর। তাকে তার পরিবার বাইরের একটি প্রাইভেট হাসপাতালে নিলে সকাল সাড়ে দশটার দিকে জাহাঙ্গীরের মৃত্যু হয়। আহত চালক রাব্বী ও পথচারী আনিসুর ঢামেকে চিকিৎসাধীন। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ॥ মতিঝিলের দৈনিক বাংলা মোড় সড়কে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে রাহাত (১৮) নামে এক ওয়েল্ডিং শ্রমিকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশপরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্দুকযুদ্ধে এক ডাকাতসহ আহত ৪ ॥ কদমতলীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রশিদ (৪০) নামে এক ডাকাত আহত হয়েছে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। শনিবার ভোরে ওয়াসা পুকুর এলাকায় ১২ থেকে ১৫ সদস্যের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। পুলিশ অভিযান চালালে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি করে ও ককটেল ছুঁড়ে মারে। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত রশিদ গুলিবিদ্ধ হয়। এ সময় রশিদসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ তাজা ককটেল ও চাপাতি উদ্ধার করা হয়েছে। ওসি জানান, গুলিবিদ্ধ রশিদ ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি। তিনি জানান, বন্দুকযুদ্ধে পুলিশের টিমের দুই পুলিশ সদস্য ও এক আনসার সদস্য আহত হয়েছে। আহত ডাকাত রশিদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর পুলিশের তিন সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×