ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:৩৮, ১৮ মার্চ ২০১৮

ক্যাম্পাস সংবাদ

ঢাবি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালের ভর্তি-পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি রাজধানীর ফার্মগেটের নিজস্ব অডিটরিয়ামে আয়োজন করেছিল ইউসিসি শিক্ষা পরিবার। ভর্তি পরীক্ষায় সফলদের নিয়ে এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও ইউসিসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. এমএ হালিম পাটওয়ারী। উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপের পরিচালক মোঃ কামাল উদ্দিন পাটওয়ারী, এ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন পটওয়ারী প্রমুখ। অনেকেই পড়তে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু প্রতিটি আসনের জন্য লড়তে হয় ৩০ থেকে ৪০ জনের সঙ্গে। তাই, যথাযথ প্রস্তুতি ছাড়া ভর্তি পরীক্ষায় সফল হওয়া খুবই কঠিন। সেই কঠিন কাজটিকে সহজ করতে বিগত তিন দশকেরও বেশি সময় ধরে ব্যস্ত রয়েছে ইউসিসি। সে প্রচেষ্টার অংশ হিসেবেই আয়োজিত হয়েছিল এ সংবর্ধনা অনুষ্ঠান। এখানে ভর্তি পরীক্ষায় সফলরা তুলে ধরে তাদের প্রস্তুতির গল্প। শোনায় তাদের পড়াশোনার কৌশল ও তার সফল প্রয়োগের কাহিনী। তারা পরীক্ষা পদ্ধতি নিয়ে তাদের ভাবনার কথাও তুলে ধরে। তাদের কথায় উঠে আসে ভর্তিচ্ছুদের প্রতি বিভিন্ন পরামর্শ। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদেরও বিশেষভাবে সম্মানিত করা হয় এ আয়োজনে। গ্রুপ ফটোসেশনের আকর্ষণীয় কুইজের মাধ্যমে এ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। ক্যাম্পাস প্রতিবেদক
×