ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এসএসসির পর উচ্চ শিক্ষা

প্রকাশিত: ০৬:৩৭, ১৮ মার্চ ২০১৮

এসএসসির পর উচ্চ শিক্ষা

আপনার উদ্দেশ্য যদি হয় সাধ্যের ভেতর বিদেশে উচ্চ শিক্ষা, সেই ক্ষেত্রে আপনার পছন্দের দেশ হতে পারে মালয়েশিয়া। পর্যটনকেন্দ্রিক দেশ হওয়াতে এখানে রয়েছে প্রচুর কাজের সুযোগ। পড়াশোনা, থাকা-খাওয়ার খরচও কম। মালয়েশিয়াতে জীবনযাত্রার মান খুবই উন্নত। বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক ও খাদ্যগত মিল রয়েছে। ইউনিভার্সিটি ও কলেজ : মালয়েশিয়ায় রয়েছে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং কলেজ। এসব বিশ্ববিদ্যালয়/কলেজ উন্নত বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত। অতএব মালয়েশিয়া থেকে লেখাপড়া করে পৃথিবীর যে কোন দেশে চাকরি অথবা পরবর্তী পর্যায়ের লেখাপড়ার জন্য চলে যেতে পারবেন। টিউশন ফি : মালয়েশিয়ায় লেখাপড়া করার সব থেকে সুবিধা হচ্ছে, এখানে টিউশন ফি অন্যান্য উন্নত দেশের ইউনিভার্সিটি / কলেজ থেকে অনেক কম। ইউরোপ/ অস্ট্রেলিয়া / কানাডাতে এক/ দুই বছরে টিউশন ফি দিয়ে মালয়েশিয়াতে সম্পূর্র্ণ কোর্স শেষ করা যাবে। কিন্তু সার্টিফিকেট এবং লেখাপড়ার মান কোন অংশেই ঐসব ইউনিভার্সিটি থেকে কম হবে না। ভর্তি তথ্য : মালয়েশিয়ার এ্যাডমিশন এবং ভিসা সিস্টেম অন্য দেশের এ্যাডমিশন এবং ভিসা সিস্টেম থেকে অনেক বেশি সহজ। ঊফঁপধঃরড়হ গধষধুংরধ এষড়নধষ ঝবৎারপবং(ঊগএঝ)-এর নিয়ম অনুযায়ী বর্তমানে দ্রুত ভিসা প্রসেস করা সম্ভব। কলেজ এবং ইউনিভার্সিটি থেকে অফার লেটার চলে আসলে পরবর্তীতে ভিসা হতে তেমন কোন বাঁধা থাকে না। মালয়েশিয়ার ভিসা প্রসেসিংয়ে আরও একটি সুবিধা হচ্ছে ঝঃঁফবহঃ ঠরংধ অঢ়ঢ়ৎড়াবফ হওয়ার পরে টিউশন ফি কেলজ / ইউনিভার্সিটিকে দিতে হয়। এর কারণে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা প্রসেস করা খুবই নিরাপদ। যোগ্যতা : মালয়েশিয়াতে লেখাপড়া করার জন্য ন্যূনতম এসএসসি / ঙ ষবাবষ / দাখিল পাস হলেই চলবে। এসএসসি / ঙ ষবাবষ / দাখিল পাস হলে ডিপ্লোমা লেভেল, এসএসসি বা সমমান এবং এইচএসসি পাস হলে ডিপ্লোমা/ ব্যাচেলর উভয় প্রোগ্রামেই যেতে পারবে। ব্যাচেলর পাস করেও মালয়েশিয়াতে ডিপ্লোমা অথবা পুনরায় ব্যাচেলরে যাওয়া যায়। কারণ মালয়েশিয়াতে স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য। এসএসসির পরে বিশ্ববিদ্যালয় এক বছরের ফাউন্ডেশন কোর্স (এইচএসসি সমমান) ফাউন্ডেশন ইন সায়েন্স/ আর্টস/ কমার্স কোর্স শেষে ব্যাচেলরে ভর্তির সুযোগ পাওয়া যায়। এ ছাড়া ও ২-৩ বছরের ডিপ্লোমা কোর্স শেষে সরাসরি ২য় বর্ষে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হওয়া যায়। এসএসসির পরে ২ বছর মেয়াদী এ লেভেলেও ভর্তির সুযোগ রয়েছে। যারা ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এইচএসসি পাস করেছেন কিন্তু কাক্সিক্ষত শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বিষয়ে ভর্তির সুযোগ পাননি, তারা মালয়েশিয়ার বিভিন্ন বিশবিদ্যালয়ে ভর্তি হতে পারেন। বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠান এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করছে। এর মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার অন্যতম। মালয়েশিয়ায় উচ্চশিক্ষা ও ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করে থাকে প্রতিষ্ঠানটি। দীর্ঘ ১ যুগের বেশি সময় ধরে কাজ করছে বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার। এখান থেকে স্টুডেন্টের যোগ্যতা, অর্থনৈতিক সামর্থ্য, উদ্দেশ্য, ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী কোর্স ও ইউনিভার্সিটি সিলেক্ট করে দেয়া হয়। যোগাযোগ : বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার, সুইট : ই-৪, বিটিআই সেন্টার প্লাজা, ৯৫ গ্রীন রোড, ফার্মগেট। ফোন : ০২-৯১১৪১১১, ০১৭৭৭৩৩৩৩০০। খলিলুর রহমান
×