ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোটি টাকা পুরস্কার পেলেন ক্রিকেটাররা

প্রকাশিত: ০৬:২৬, ১৮ মার্চ ২০১৮

কোটি টাকা পুরস্কার পেলেন ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ দল ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেটারদের কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই এ ঘোষণা দিয়েছেন। শ্রীলঙ্কাকে শুক্রবার ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে ওঠা নিশ্চিত করার পর শনিবার এ ঘোষণা দেন বিসিবি সভাপতি। ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হলে আরও বড় পুরস্কার থাকছে বলেও জানান বিসিবি সভাপতি। বিসিবি সভাপতি পাপন জানান, ‘বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে লড়াই করে, দেশের বাইরে ফাইনালে উঠে আসা আমাদের জন্য বিরাট ব্যাপার। কালকের (শুক্রবারের) ম্যাচের পর খেলোয়াড়দের জন্য একটা বোনাস ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে এটাও বলা হয়েছে, সিরিজ এখনও শেষ হয়নি। আসল খেলাটাই আগামীকাল (আজ)। ওখানে যদি ভালভাবে খেলতে পারে তাহলে বোনাস আরও বাড়বে। আপাতত খেলোয়াড়দের জন্য এক কোটি টাকা ঘোষণা করা হয়েছে।’ শ্রীলঙ্কাকে হারানোর পর মাঠেই উদযাপন হয়েছে। উৎসব হয়েছে। টিম হোটেলেও আনন্দ উদযাপন হয়েছে। শনিবার আরেকটি সুখবর মিলল। পাপন এ সময় ম্যাচের ১৯তম ওভারে ‘নো’ বল ইস্যুতে দুই দলের মধ্যকার বাকবিত-া এবং ম্যাচের পর বাংলাদেশ দলের ড্রেসিং রুম ভাংচুর নিয়েও কথা বলেন। ‘নো’ বল ইস্যুতে মাঠের উত্তেজনা বাংলাদেশ ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সম্পর্কে ছেদ পড়বে না বলে আশ্বস্ত করেন বিসিবি প্রধান। আর ড্রেসিং রুম ভাংচুর প্রসঙ্গে তিনি বলেন, ‘দোষী যেই হোক না কেন শাস্তি পাবেই’। তৃতীয় বিভাগ ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ কমলাপুর স্টেডিয়ামে আবারও শুরু হয়েছে তৃতীয় বিভাগ ফুটবল লীগের খেলা। এদিন দুটি খেলা অনুষ্ঠিত হয়। এতে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড যুবদল ৪-১ গোলে লালবাগ স্পোর্টিং ক্লাবকে (বিজয়ী দলের আহাদ আলী হ্যাটট্রিক করেন) হারায়। অপর ম্যাচে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মুখোমুখি হয় জাবিদ আহ্সান সোহেল ক্রীড়াচক্রের। খেলাটি ১-১ গোলে ড্র হয়।
×