ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপে গোল লাইন প্রযুক্তি

প্রকাশিত: ০৬:২৬, ১৮ মার্চ ২০১৮

রাশিয়া বিশ্বকাপে গোল লাইন প্রযুক্তি

স্পোর্টস রিপোর্টার ॥ আর হয়তো রেফারির চোখ এড়িয়ে কোন বিতর্কিত গোল দেখা যাবে না ফুটবল বিশ্বকাপে। কারণ এবার আসন্ন রাশিয়া বিশ্বকাপে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) গোল লাইন প্রযুক্তি চালুর সিদ্ধান্ত নিয়েছে। ভিডিও এ্যাসিস্টেন্ট রেফারি টেকনোলজি (ভিএআর) এবারই প্রথমবার বিশ্বকাপে দেখা যাবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। আগামী ১৪ জুন থেকে ১৫ জুলাই রাশিয়াতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। আর এখানে ভিএআর দিয়ে নিশ্চিত করা হবে গোল হওয়ার বিষয়ে। এছাড়া পেনাল্টির সঠিক সিদ্ধান্ত নেয়া এবং লালকার্ড প্রদানের বিষয়টিও এই প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করা হবে। এমনকি লালকার্ড দেয়ার পরও সেই সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে রিভিউয়ের মাধ্যমে। ইনফ্যান্টিনো এ বিষয়ে বলেন, ‘ভিএআর এমন একটি ইতিবাচক ব্যাপার যা ফুটবলে আরও স্বচ্ছতা আনবে। হয়তো ফুটবলের সব বিষয়ে সমাধান দেয়ার ক্ষেত্রে এটি সেভাবে কার্যকর হবে না। কিন্তু আমরা অন্তত যে ভুলটি মাঠের রেফারি কর্তৃক হবে সেটাকে এড়িয়ে যেতে পারব।’ ২০১৬ সাল থেকেই ২০টি দেশের ফেডারেশন ভিএআর ব্যবহার করছে ঘরোয়া আসরে। তখন থেকে জার্মান বুন্দেসলিগা ও ইতালিয়ান সিরি’এ’সহ প্রায় ১০০০ ম্যাচ এই প্রযুক্তির ব্যবহার দেখেছে।
×