ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অসত্য প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব ॥ মওদুদ

প্রকাশিত: ০৬:০২, ১৮ মার্চ ২০১৮

অসত্য প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের মন্ত্রীদের মধ্যে চার-পাঁচ জন আছেন যারা এখন সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলেন, তারা কেউই জনগণের ভোটে নির্বাচিত নন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক অধিকার ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মওদুদ বলেন, গত ৯ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের নামে ৭৮ হাজার মামলা হয়েছে। আমাদের এগারো লাখ কর্মীকে আসামি করা হয়েছে। তাদের কিছু অংশ পালিয়ে বেড়াচ্ছে, কিছু অংশ আগাম জামিন নিয়েছে, কিছু আত্মসমর্পণ করেছে আর কিছু অংশ কারাগারে। তিনি বলেন, বিশ্বময় স্বৈরাচারী সরকারদের যেভাবে পতন হয়েছে, বর্তমান সরকারের পতনও একইভাবে হবে। এটা ইতিহাসের একটি অবধারিত পরিণতি। এখন শুধু সময়ের অপেক্ষা। মওদুদ বলেন, বেশি বেশি গণতন্ত্রের কথা বলা সরকারী দলের নেতারা ঢাকায় বসে বলেন দেশে গণতন্ত্র চলছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। অথচ তাদের নির্বাচনী এলাকায় বিরোধীদলের নেতাকর্মীদের ঘরোয়া বৈঠকও করতে দেয়া হয় না। বিরোধী দলের নেতাকর্মীদের নামে শত শত মামলা দেয়া হয়েছে। কেউ যদি এটা অসত্য বলতে পারেন, অসত্য প্রমাণ করতে পারেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। ব্যারিস্টার মওদুদ বলেন, খালেদা জিয়ার কারামুক্তি যতই বিলম্বিত হবে, তার জনপ্রিয়তা ততই বাড়বে। আর যেদিন তিনি কারাগার থেকে বেরিয়ে আসবেন সেদিন এদেশের মানুষ রাজপথে নেমে আসবে। সেই জোয়ারে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এই সরকারের আতঙ্ক সেটাই। তিনি বলেন, ‘দেশমাতা’ খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করার সরকারী ষড়যন্ত্র বন্ধ ও সকল রাজবন্দীর অনতিবলম্বে মুক্তির দাবি জানাচ্ছি। গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মওদুদ বলেন, যারা বেশি গণতন্ত্রের কথা বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ তাদের এলাকায় যান। তাদের এলাকায় গিয়ে দেখবেন তাদের নিজ এলাকার কোনও ভোটকেন্দ্রে ভোটারদের যেতে হয়নি। তারা শত শত মামলা দিয়ে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে হয় ঘরছাড়া, না হয় জেলাখানায় রেখেছেন। থানার ওসিরা এখন দল চালায়। তারা আওয়ামী লীগের নেতাদের বলে আপনার কিছু করার দরকার নেই। আমরা দেখব কী করে বিরোধী দলকে বিতরণ করতে হয়। মওদুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে, অর্জনে জনগণ খুশি, আগামী নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র’-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে মওদুদ বলেন, তার মানে নীল নকশা অনুযায়ী নির্বাচন সম্পন্ন হবে। তাই শুধু আনুষ্ঠানিকতা ও শুধু গেজেট নোটিফিকেশন হবে। এরপর হবে শপথ গ্রহণ। তাহলে আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার কী দরকার। তবে এমনটা দেশের মাটিতে হতে দেয়া হবে না। নাগরিক আন্দোলন ফোরামের উপদেষ্টা ও বি. বাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ প্রমুখ। খালেদার মুক্তি দাবি করে রিজভীর ঝটিকা মিছিল ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করে ঝটিকা মিছিল করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকাল ছয়টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে ২০ থেকে ২৫ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে একটি মিছিল করে পুলিশের গ্রেফতার এড়াতে দ্রুত আবার কার্যালয়ের ভেতরে চলে যান। এর আগে ১০ মার্চ তিনি বিএনপি কার্যালয়ের সামনে অনুরূপ একটি ঝটিকা মিছিল করেছিলেন। মিছিলে অন্যান্যের মধ্যে ছিলেন বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের রফিক, এমজি রাসেল, আবুল কালাম প্রমুখ।
×