ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিহতের পরিবার ২ লাখ ডলার সমপরিমাণ ক্ষতিপূরণ পাবেন

প্রকাশিত: ০৫:৪৮, ১৮ মার্চ ২০১৮

নিহতের পরিবার ২ লাখ ডলার সমপরিমাণ ক্ষতিপূরণ পাবেন

স্টাফ রিপোর্টার ॥ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবার বীমা ক্ষতিপূরণ বাবদ ২ লাখ ডলার সমপরিমাণ অর্থ পাবেন। যা দেশীয় টাকায় ১ কোটি ৬৮ লাখ টাকার মতো। তবে আহতরা ক্ষতিপূরণ একটু কম পাবেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সূত্র জানায়, ইউএস-বাংলার মোট লায়াবিলিটি (দায়) ১০ কোটি মার্কিন ডলার। দেশী টাকায় যা দাঁড়ায় ৮২০ কোটি টাকা। এর মধ্যে উড়োজাহাজের জন্য কাভারেজ ৭০ লাখ ডলার। আর বিমান, যাত্রী ও পাইলটদের আলাদা মূল্য নির্ধারণ করে বীমা করা হয়। ইউএস-বাংলার ক্ষেত্রে পাইলটের ২ লাখ ৫০ হাজার ডলার এবং যাত্রীদের ২ লাখ ডলারের বীমা সুবিধা রয়েছে। জানা গেছে, উড়োজাহাজ দুর্ঘটনার পরপরই বীমা দাবি করে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ফলে যাত্রীদের দ্রুত বীমা দাবি পরিশোধের লক্ষ্যে দুর্ঘটনার দিন সোমবার বিকেলেই কাঠমান্ডু পৌঁছেছে কোম্পানিগুলোর লস এ্যাডজাস্টার বা সার্ভেয়ারের কর্মকর্তারা। এরপর গত বুধবার আইডিআরএ সঙ্গে দেশী বীমা কোম্পানি সেনাকল্যাণ ইন্স্যুরেন্স, সাধারণ বীমা কর্পোরেশন (এসবিসি) ও ব্রিটিশ প্র্রতিষ্ঠান কেএম দাস্তুর কর্মকর্তাদের বৈঠক হয়। এতে বলা হয়, তদন্ত রিপোর্ট পাওয়ার ১ মাসের মধ্যে ক্ষতিপূরণ দেয়া হবে। এভিয়েশন বীমার আওতায় ইউএস-বাংলার যাত্রীসহ সম্পদের সব ঝুঁকি গ্রহণ করেছে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স। এছাড়াও আন্তর্জাতিক এভিয়েশন বীমা করা হয়েছে ‘কে এম দাস্তুর’ নামের ব্রিটিশ ইন্স্যুরেন্সে। এদিকে দুর্ঘটনার পরই এই দুটি ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
×