ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মদিনে হলি রোজারিও চার্চে বিশেষ প্রার্থনা

প্রকাশিত: ০৪:৪১, ১৮ মার্চ ২০১৮

বঙ্গবন্ধুর জন্মদিনে হলি রোজারিও চার্চে বিশেষ প্রার্থনা

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী ও আন্তর্জাতিক নেতা। শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। বাংলাদেশের খ্রীস্টান সম্প্রদায় সব সময় তার মহান আদর্শে উজ্জীবিত। বর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতির উচ্চশিখরে এগিয়ে চলেছে। আর জননেত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য ও সমর্থন প্রকাশ করে যাচ্ছে বাংলাদেশের খ্রীস্টান সম্প্রদায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষে শনিবার রাজধানীর তেজগাঁও হলি রোজারিও চার্চে বিশেষ প্রার্থনা শেষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে খ্রীস্টান নেতৃবৃন্দ এসব কথা বলেন। বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশন ও খ্রীস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। সকাল আটটায় বিশেষ প্রার্থনানুষ্ঠান পৌরহিত্য করেন তেজগাঁও ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার কমল কোড়াইয়া। প্রার্থনানুষ্ঠানের পর বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও ১ম বারের মতো শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অর্ধশতাধিক প্রতিযোগী-প্রতিযোগিনী অংশগ্রহণ করে। বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিবার্ট গমেজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, এ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট জর্জ রোজারিও, মহাসচিব হেমন্ত আই, কোড়াইয়া, ভাইস-প্রেসিডেন্ট তপন মারাক, বীর মুক্তিযোদ্ধা যোনাস গমেজ, দি খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ঢাকা-এর সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নিখিল মানখিন প্রমুখ।
×