ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশে তৈরি হচ্ছে প্রবীণদের জন্য মেডিক্যাল রিসোর্ট

প্রকাশিত: ০৪:৩৩, ১৮ মার্চ ২০১৮

দেশে তৈরি হচ্ছে প্রবীণদের জন্য মেডিক্যাল রিসোর্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় গড় আয়ু বৃদ্ধি পাওয়ায় দেশে ক্রমশ বাড়ছে প্রবীণ মানুষের সংখ্যা। বর্তমানে ষাটোর্ধ মানুষের সংখ্যা দেড় কোটির বেশি, যা মোট জনসংখ্যার ৭ শতাংশ। ২০৩০ সালে এই সংখ্যা দাঁড়াবে সোয়া দুই কোটি। সন্তান বা পরিবারের অন্য সদস্যের পেশাগত ব্যস্ততা কিংবা প্রবাসে অবস্থানের কারণে প্রবীণদের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। শারীরিক ও মানসিক রোগ দুটিই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেলেও যথাযথ সেবা পাচ্ছেন না প্রবীণরা। তাই প্রবীণদের সুরক্ষা ও সেবা দিতেই বিশ্বের অন্য দেশের মতো প্রথমবারের মতো দেশে তৈরি হচ্ছে মেডিক্যাল রিসোর্ট ‘অবসর’। এখানে চিকিৎসা ও বিনোদনের পাশাপাশি পারিবারিক আন্তরিকতার ছোঁয়া পাবেন প্রবীণরা। এই উদ্যোগের মূল উদ্যোক্তা বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক এবং ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। সঙ্গে রয়েছে সরকারী প্রতিষ্ঠানও। মূলত সরকারী-বেসরকারী অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে নির্মিত হচ্ছে প্রবীণদের জন্য এই মেডিক্যাল রিসোর্ট। ‘অবসর-আমার আনন্দভুবন’ এই নামে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে মেডিক্যাল রিসোর্টটি নির্মাণ করবে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতাল। প্রাকৃতিক পরিবেশে নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে এখানে থাকবে মেডিক্যাল রিসোর্ট, ১০০টি নিরাপদ আবাসন, ৫০ শয্যার হাসপাতাল, খেলার মাঠ, জলরাশি ও সবুজের সমারোহ। মেডিক্যাল রিসোর্টটি নির্মাণে ইতোমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিফতর ও ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী জমি ও লজিস্টিকস সাপোর্ট দেবে সমাজসেবা অধিদফর, আর ব্যয় বহন করবে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ। ‘অবসর’ নির্মাণের সার্বিক বিষয় সম্পর্কে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী বলেন, মেডিক্যাল রিসোর্ট ‘অবসর’ নির্মাণে প্রাক্কলিক ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি টাকা। আশা করছি আগামী ২ বছরের মধ্যে আমরা প্রবীণদের জন্য এই মেডিক্যাল রিসোর্টটি চালু করতে পারব।
×