ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খেলাপী ঋণ কমাতে প্রধান প্রতিবন্ধকতা আইনী জটিলতা

প্রকাশিত: ০৪:৩৩, ১৮ মার্চ ২০১৮

খেলাপী ঋণ কমাতে প্রধান প্রতিবন্ধকতা আইনী জটিলতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ এক বছরের ব্যবধানে খেলাপী ঋণ বেড়েছে ১২ হাজার ১৪০ কোটি টাকা। যদিও আমানত বাড়ায়, শতাংশের হিসাবে খেলাপী ঋণ নেমে এমেছে এক অঙ্কের ঘরে। ব্যাংকাররা বলছেন, পুনঃতফসিলের পরও ঋণ পরিশোধ না করায় বেড়েছে খেলাপীর পরিমাণ। তাদের মতে, খেলাপী ঋণ কমাতে বড় বাধা আইনী জটিলতা। বেসিক ও ফারমার্স ব্যাংকের এত এত টাকা গেল কোথায়? উত্তরটা সহজ, যারা টাকা নিয়েছেন, ফেরত দেননি তাদের অনেকেই। এমন অবস্থা অনেক ব্যাংকেরই। পরিসংখ্যান বলছে, ২০১৬ সালের ডিসেম্বরের তুলনায় ২০১৭ সালের ডিসেম্বরে, খেলাপী ঋণ বেড়েছে ১২ হাজার ১৪০ কোটি টাকা। এ সময়ে ঋণ বেড়েছে ৪৫ হাজার ৪৬৫ কোটি টাকা। অবশ্য নতুন ঋণ বাড়ায়, শতাংশের হিসেবে খেলাপী ঋণ নেমে এসেছে দুই অঙ্কের নিচে, ৯ দমমিক ৩১ শতাংশে। ব্যাংকাররা বলছেন, যেসব গ্রাহক ঋণ পুনঃতফসিলের সুযোগ নিয়েছেন, তাদের অনেকেই আবার খেলাপী হয়েছেন নতুন করে। বরাবরের মতো সবচেয়ে বেশি ২৬ দশমিক ৫২ শতাংশ খেলাপী ঋণ রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর, ২৬ দশমিক ৫২ শতাংশ। বিশেষায়িত ব্যাংকের ২৩ দশমিক ৩৯ শতাংশ, বিদেশী ব্যাংকের ৭ দশমিক ০৪ শতাংশ আর বেসরকারী ব্যাংকের ৪ দশমিক ৮৭ শতাংশ। ব্যাংকের মতে, খেলাপী ঋণ কমাতে প্রধান প্রতিবন্ধকতা আইনী জটিলতা। ব্যাংকারদের সংগঠন এবিবি বলছে, আইনী জটিলতা কাটাতে দরকার আদালতের সংখ্যা বাড়ান, সঙ্গে সরকারের সদিচ্ছা। বিষয়টি নিয়ে শিগিগরই কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বসবে এবিবি।
×