ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

গত সপ্তাহে লেনদেন কমেছে ২৫.৭৯ শতাংশ

প্রকাশিত: ০৪:২৯, ১৮ মার্চ ২০১৮

গত সপ্তাহে লেনদেন কমেছে ২৫.৭৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২৫ দশমিক ৭৯ শতাংশ। আর ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ১ দশমিক ৮৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট এক হাজার ৩৭৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। তবে এর আগের সপ্তাহে লেনদেন হয় এক হাজার ৮৫৯ কোটি টাকার। সেই হিসেবে আলোচ্য সপ্তাহে লেনদেন কমেছে ৪৭৯ কোটি ৫৪ লাখ টাকা বা ২৫ দশমিক ৭৯ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৮ দশমিক ২৮ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৬ দশমিক ৮৯ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ৬৫ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ২ দশমিক ১৭ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ৮৪ শতাংশ বা ১০৭.৩৯ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ২৯ শতাংশ বা ২৭.৭২ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ৭৭ শতাংশ বা ২৪.২৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টি কোম্পানির। আর দর কমেছে ২৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৩০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪৬ লাখ ৭৮ হাজার ৩৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৪ কোটি টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল মিল লিমিটেডে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির এক কোটি ১৭ লাখ ৭৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৬২ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৩০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৪৭ টাকা। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মাসিটিক্যালস, লংকাবাংলা ফিন্যান্স, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি ও নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। এ দিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১১৭ কোটি টাকার শেয়ার। তবে সার্বিক সূচক কমেছে ১ দশমিক ৯১ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টি কোম্পানির। আর দর কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।
×