ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত

প্রকাশিত: ০৪:২৮, ১৮ মার্চ ২০১৮

হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৭ মার্চ ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে হাজারো কণ্ঠে শুদ্ধ উচ্চারণ ও শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। দৃষ্টিনন্দন এ অনুষ্ঠান উপভোগ করতে জমায়েত হয়েছিল আরও কয়েক হাজার মানুষ। শনিবার বেলা ১১টায় এই জাতীয় সঙ্গীত পরিবেশ করা হয়। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামান জানান, শুদ্ধ উচ্চারণে ও শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য বাউফলের প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজসহ ৩৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের থেকে ৭৫টি দল বাছাই করা হয়েছে। ১৩শ’ শিক্ষার্থীকে সংবর্ধনা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা উপজেলার ১০৬ শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩০০ শিশু শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। শনিবার সকালে উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেট মিলানায়তনে সালেহা-ইমারত ফাউন্ডেশন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালেহা-ইমরত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, শুধু ভাল লেখাপড়া করায় একজন শিক্ষার্থীর মুখ্য উদ্দেশ্য নয়। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করা প্রয়োজন।
×