ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৬ গ্রাম আলোকিত

প্রকাশিত: ০৪:২৫, ১৮ মার্চ ২০১৮

১৬ গ্রাম আলোকিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ মার্চ ॥ রাণীনগরের একডালা ইউনিয়নের ১৬টি গ্রামের প্রায় ১ হাজার ৪শ’ ঘর বিজলি বাতির আলোয় আলোকিত হয়ে উঠল। জন্ম থেকে অন্ধকারে নিমজ্জিত গ্রামগুলোর মানুষ নতুন বিদ্যুত সংযোগ পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠল। তারা জাতির পিতার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করল দু’হাত তুলে। তারা স্থানীয় এমপি ইসরাফিল আলমেরও সফলতা কামনা করল। এ দিন জাতির পিতা বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিনের উপহার হিসেবে উপজেলা একডালা ইউনিয়নে এই শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়। শনিবার দুপুরে একাডালা ইউনিয়নের পাকুড়িযা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একাডালা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন, মোঃ ইসরাফিল আলম এমপি। স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৭ মার্চ ॥ সদর উপজেলার সামনে থেকে কুলপদ্বী নৌকাঘাট পর্যন্ত প্রায় দেড় কিমি সড়ক কুলপদ্বী যুব সমাজের উদ্যোগে সংস্কার করা হয়েছে। সদর উপজেলার মহিষের চর চৌরাস্তা থেকে কালকিনি পর্যন্ত সড়কটি মূলত সড়ক বিভাগের। দীর্ঘদিন ধরে রাস্তার মেরামত না করায় সড়কের বিভিন্ন অংশে ভেঙ্গে যায় এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহনসহ যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। রাস্তার বেহাল অবস্থা সড়ক বিভাগে একাধিকবার জানালেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এ অবস্থায় এলাকার যুবকরা মিলে টাকা তুলে ইট, বালু কিনে রাস্তা সংস্কারের কাজ শুরু করে। শনিবার এলাকাবাসীর সঙ্গে রাস্তা মেরামতের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মাদারীপুর পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে খোয়া, বালু ও রোলার মেশিন দিয়ে সহযোগিতা করা হচ্ছে।
×