ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেরামত দাবি

নবীনগর-নবীপুর সড়ক বন্ধ থাকায় দুর্ভোগ

প্রকাশিত: ০৪:২৪, ১৮ মার্চ ২০১৮

নবীনগর-নবীপুর সড়ক বন্ধ থাকায় দুর্ভোগ

সংবাদদাতা,নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ১৭ মার্চ ॥ নবীনগর উপজেলার নবীনগর টু নবীপুর সড়কের সংস্কার কাজ মাঝ পথে এসে থেমে গেছে, এতে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। এছাড়া ড্রেনের কাজ সম্পন্ন হলেও অনেকাংশে দেয়া হয়নি ঢাকনা (স্লাব)। যার ফলে যে কোন সময় ঘটতে পারে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা। সরজমিনে দেখা যায়, নবীনগর পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ডেরসহ ৭টি গ্রামের লক্ষাধিক জনসাধারণের চলাচলের প্রধান সড়ক এটি। পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগর গ্রামের কবরস্থান সংলগ্ন শেষ প্রান্ত হতে নবীপুর বাজার পর্যন্ত সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে। সংস্কারের বাকি রয়েছে নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় হতে পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগর কবরস্থান পর্যন্ত। এর মধ্যে সড়কটিকে দুটি অংশে ভাগ করা হয়েছে। ১ম অংশ হচ্ছে নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় হতে নবীনগর পশ্চিম পাড়াস্থ হযরত আমেনা পৌর মাদ্রাসা সংলগ্ন পর্যন্ত আর ২য় অংশ হচ্ছে হযরত আমেনা পৌর মাদ্রাসা সংলগ্ন হতে আলমনগর কবরস্থান পর্যন্ত। শ্রীপুরে আহত প্রবাসীর স্ত্রীর মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পাওনা টাকা দিতে দেরি হওয়ায় মাকে না পেয়ে এক প্রবাসীর স্ত্রীকে বেধড়ক পিটিয়েছে দোকানের মালিক ও কর্মচারীরা। গুরুতর আহত ওই গৃহবধূ ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার হাসপাতালে মারা যান। এঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। নিহতের নাম লাভলী আক্তার (২৩)। সে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ডুবাইল এলাকার মোফাজ্জল হোসেনের স্ত্রী। শ্রীপুর মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান ও স্থানীয়রা জানায়, স্বামী প্রবাসে থাকায় লাভলী গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার তার বাবা শাহজাহান মিয়ার বাড়িতে অবস্থান করছিল। গত কয়েকদিন আগে লাভলীর মা খোরশেদা খাতুন স্থানীয় জৈনা বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী অভিযুক্ত হাবিবুল্লাহর কাছ থেকে জানালার গ্রিল তৈরি করান।
×