ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ছাত্রলীগ নেতাদের হাতে লাঞ্ছিত আওয়ামী লীগ নেত্রী

প্রকাশিত: ০৪:২৪, ১৮ মার্চ ২০১৮

কক্সবাজারে ছাত্রলীগ নেতাদের হাতে লাঞ্ছিত আওয়ামী লীগ নেত্রী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগ নেতাদের হাতে লাঞ্ছিত হলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটায় কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ। জানা যায়, কলেজ প্রশাসনের দাওয়াতে সকালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী কলেজ অনুষ্ঠানে যান। এসময় বক্তব্যে তার (নাজনীন) নাম ঘোষণা করলে কলেজ সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন হট্টগোল শুরু করে নাজনীন সরওয়ারকে মারতে তেড়ে আসেন। এসময় উচ্ছৃঙ্খল ছাত্রলীগ নেতারা নাজনীন সরওয়ার কাবেরীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ সেøাগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাকে শারীরিক হেনস্তা করে। পরে কাবেরী বাধ্য হয়ে অনুষ্ঠান ত্যাগ করে। নাজনীন সরওয়ার কাবেরী বলেন, আমি মঞ্চে উঠার সময় চেয়ার হাতে নিয়ে মারতে আসে কলেজ সভাপতি জাকের হোসেন ও সাধারণ সম্পাদক শাখায়াত হোসেনের নেতৃত্বে ১০-১২ জন। এসময় তারা হুমকি দিয়ে বলে, আমাকে কুটে টুকরা টুকরা করে ফেলবে। ছাত্রলীগ নামের এরা সন্ত্রাসী। এদের নেতৃত্বে কলেজের জমি দখল হয়। আমি তার প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে আমাকে গালিগালাজ ও মারতে তেড়ে আসে। আজ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন। ওইদিনে তারা কলেজে এমন ঘটনা ঘটিয়েছে তা দুঃখজনক। তাদের হাতে শিক্ষকও জিম্মি। এ বিষয়ে কলেজ সভাপতি জাকের হোসেন বলেন, ওনাকে (নাজনীন) অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয়নি। ওনি সাবেক নেতাদের পক্ষ নিয়ে অনুষ্ঠানে এসে আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলায় এমন ঘটনা ঘটেছে। ঘটনায় আমাদের হাত নেই।
×