ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাংবাদিক নির্যাতন

বরিশালে ডিবি পুলিশের তিন সদস্য বরখাস্ত

প্রকাশিত: ০৪:২৩, ১৮ মার্চ ২০১৮

বরিশালে ডিবি পুলিশের তিন সদস্য বরখাস্ত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সাংবাদিক সুমন হাসানকে অমানুষিক নির্যাতনের ঘটনায় মহানগর ডিবি পুলিশের আরও তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অভিযুক্ত ডিবি পুলিশের আট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। বরখাস্তকৃতরা হলেন, মহানগর ডিবি পুলিশের কনস্টেবল মাসুদুল হক, রাসেল পারভেজ ও আব্দুর রহিম। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে এরই মধ্যে গুরুতর অভিযোগ থাকায় তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অভিযুক্ত আট সদস্যর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তরা হলেন, মহানগর ডিবি পুলিশের এসআই আবুল বাশার, এএসআই স্বপন, আক্তার হোসেন, কনস্টেবল মাসুদুল হক, রাসেল পারভেজ, হাসান, আব্দুর রহিম ও সাইফুল ইসলাম। যশোরের ৯ থানা মাদকমুক্ত করার অঙ্গীকার স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আগামী ৪ মাসের মধ্যে জেলার ৯ থানা মাদকমুক্ত করার অঙ্গীকার করেছেন ৯ থানার অফিসার্স ইনচার্জ। শনিবার যশোর পুলিশের বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার আনিসুর রহমানের সামনে থানার কর্মকর্তারা এই অঙ্গীকার করেন। শনিবার যশোর পুলিশ লাইনে ওই সভায় পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর, মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা যশোর, দেশের প্রথম ডিজিটাল জেলা যশোর। একইভাবে দেশের প্রথম মাদকমুক্ত জেলা হবে যশোর। এ সময় তিনি সব থানার ওসিদের মাদকমুক্ত করার অঙ্গীকার করতে বলেন। এ সময় বেনাপোল পোর্ট থানার ওসি এক মাস, শার্শা, বাঘারপাড়া, চৌগাছা ও মনিরামপুর থানার ওসি দুই মাস, ঝিকরগাছা, অভয়নগর, কেশবপুর থানার ওসি তিন মাস এবং যশোর কোতোয়ালি থানার ওসি চার মাসের মধ্যে নিজ নিজ থানা মাদকমুক্ত করার অঙ্গীকার করেন।
×