ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আড়াই কোটি টাকার স্বর্ণবার উদ্ধার

প্রকাশিত: ০৪:২৩, ১৮ মার্চ ২০১৮

চট্টগ্রামে আড়াই কোটি টাকার স্বর্ণবার উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অভ্যন্তর থেকে প্রায় আড়াইকোটি টাকার স্বর্ণের বার উদ্ধার হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানান হয়েছে, সকাল এগারোটার দিকে সংস্থার কর্মকর্তাদের নিয়মিত টহলের সময় ৫০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। এসব স্বর্ণবার বিমানবন্দরের টয়লেটে উন্মুক্ত অবস্থায় ছিল। আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য স্থাপিত টয়লেটে টেপ মোড়ানো অবস্থায় এসব স্বর্ণবার পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন সংস্থার চট্টগ্রাম কাযালয়ের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম। ফেনীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১৭ র্মাচ ॥ ফেনীর ফুলগাজীর জি এম হাট এলাকায় শনিবার ভোর রাতে পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে পুলিশের টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্বরক্ষার্থে গুলি চালায়। পুলিশের গুলিতে ৩ ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত এবং ডাকাতের হামলায় ৮ পুলিশ সদস্য আহত হয়। আহত ডাকাতদের ফেনী সদর হাসপাতালে আনার পর সইফুল ইসলাম (৩০) নামের এক ডাকাত মারা যায়। নিহতের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। নিহত সাইফুল ইসলাম ফেনীর ছাগলনাইয়া থানার পাঠান নগর এলাকার হানিফের পুত্র।
×