ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২ বছর পর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন

প্রকাশিত: ০৪:২২, ১৮ মার্চ ২০১৮

২ বছর পর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৭ মার্চ ॥ নানা জল্পনা-কল্পনার পর অবশেষে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি (২০১৭-২০) অনুমোদিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপি এ কমিটি অনুমোদন করেন। ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনের প্রায় দুই বছর এক মাস পর এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়। শুক্রবার রাতে জেলার নেতারা পূর্ণাঙ্গ কমিটির তালিকা হাতে পান। সম্মেলনের মাধ্যমে কণ্ঠভোটে এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে মতিয়র রহমান খান এবং আশরাফ আলী খান খসরু। পরে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠান। কয়েক দফা রদবদলের পর পূর্ণাঙ্গ কমিটির তালিকা চূড়ান্ত করা হয়। ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ১১ জন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তিনজন করে সদস্য। কমিটির সহ-সভাপতিরা হলেন: এ্যাডভোকেট আমিরুল ইসলাম, মানু মজুমদার, মঞ্জুর কাদের কোরাইশী, অধ্যাপক তফসির উদ্দিন খান, ওবায়দুল হক রতন, আব্দুর কাদির এ্যাডভোকেট, আব্দুল খালেক, হাফিজুর রহমান ফারুক, হাবিবুর রহমান খান রতন, অধ্যাপক গোলাম রসুল তালুকদার ও কর্নেল (অব) নূর খান। যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন হলেন: নজরুল ইসলাম খান, নূর খান মিঠু ও প্রশান্ত কুমার রায়।
×