ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রায় একযুগ পর শ্রীলঙ্কা-ইংল্যান্ড তিন টেস্টের সিরিজ

প্রকাশিত: ০৫:৩৬, ১৭ মার্চ ২০১৮

প্রায় একযুগ পর শ্রীলঙ্কা-ইংল্যান্ড তিন টেস্টের সিরিজ

স্পোর্টস রিপোর্টার ॥ ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। চলতি বছর ১০ অক্টোবর থেকে শুরু সিরিজে টেস্ট ছাড়াও পাঁচটি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। শ্রীলঙ্কার মাটিতে ইংল্যান্ড সর্বশেষ টেস্ট খেলেছে সেই ২০১২ সালে। দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল। আর তিন টেস্টের সিরিজে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। এবারের সিরিজটি শুরু ওয়ানডে দিয়ে। ১০ অক্টোবর ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে দুই দল। পাঁচ ম্যাচের সিরিজটি শেষ হবে ২৩ অক্টোবর। ২৭ অক্টোবর খেত্তারামায় একমাত্র টি২০। ৬ নবেম্বর থেকে গলে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট পাল্লেকেলে ১৪ নবেম্বর থেকে। আর ২৩ নবেম্বর কলম্বোয় শুরু তৃতীয় টেস্ট দিয়ে শেষ হবে ইংল্যান্ডের প্রায় দুই মাসের দীর্ঘ সফর।
×